দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে:আশাকর্মী পদে মেয়ের চাকরি হবে। কিন্তু, দিতে হবে ৩ লক্ষ টাকা। এমনই প্রস্তাব এসেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের (তেলিবাজার এলাকার) বাসিন্দা গঙ্গেশ সাঁতরা-র কাছে। জনৈক সত্যরঞ্জন ঘোষের মারফত গঙ্গেশের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিলেন ঘাটালের ‘বিদায়ী’ সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সাংসদ প্রতিনিধি তথা অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রামপদ মান্না। শেষ পর্যন্ত অবশ্য ধরাধরি-চাপাচাপি করে টাকার অঙ্ক কমে দাঁড়ায় ২ লক্ষ! মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা আমানত ভেঙে কয়েক দফায় ১ লক্ষ ৮০ হাজার টাকা পাঠিয়েও দিয়েছিলেন পেশায় সামান্য কাঠের মিস্ত্রি (ছুতোর) গঙ্গেশ। সত্যরঞ্জন-ই সেই টাকা নিয়ে গিয়েছিলেন বলে বুধবার (১৫ মে) ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছিলেন গঙ্গেশ সাঁতরা। এদিকে, মেয়ের চাকরি না হওয়ায় সপ্তাহ খানেক আগে পুলিশের দ্বারস্থ হন গঙ্গেশ। স্বাভাবিকভাবেই পুলিশ প্রথমে FIR নিতে চাননি বলে অভিযোগ! শেষ পর্যন্ত, গত ৯ মে অভিযোগ দায়ের হয় চন্দ্রকোনা থানায়।

thebengalpost.net
অভিযোগ পত্র দেখাচ্ছেন গঙ্গেশ:

এর মধ্যেই চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার প্রায় বেশিরভাগ মিডিয়াতে এই খবর প্রকাশিত হয়। এদিকে, সামনেই লোকসভা নির্বাচন। বলা চলে একেবারে ‘শিরে সংক্রান্তি!’ ঘাটাল লোকসভায় দেবের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হিরনের! এই পরিস্থিতিতেই মঙ্গলবার (১৪ মে) সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে দেব বলেন, “দোষ করলে শাস্তি পেতে হবে!” আর তারপরই বুধবার সন্ধ্যায় সেই সত্যরঞ্জনের মাধ্যমেই ১ লক্ষ ৮০ হাজার টাকা পৌঁছে যায় গঙ্গেশের কাছে। টাকা ফেরত পেয়ে যার-পর-নাই খুশি গঙ্গেশ! সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নিজের বাড়িতে বসে গঙ্গেশ বলেন, “বুধবার সন্ধ্যায় আমার বাড়িতে এসে টাকা দিয়ে গেছেন সত্যরঞ্জন ঘোষ। ১ লক্ষ ৮০ হাজার টাকা। সাংসদ-প্রতিনিধি রামপদ মান্নার নাম করেই সত্য ঘোষ ওই টাকা নিয়ে গিয়েছিলেন। দু’বার ওঁর সঙ্গে (রামপদ মান্নার সঙ্গে) দেখাও করেছিলাম। যাই হোক, টাকা ফিরে পেয়ে আমি খুশি। এজন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাবো বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।”

এই বিষয়ে বৃহস্পতিবার হিরণ কটাক্ষ করেন, “আমি তো আগেই বলেছিলাম এরকম অনেকের কাছ থেকে টাকা তোলা হয়েছে। আমি বলার আগেই অবশ্য ওনার দলেরই তো ডাকাবুকো সব নেতারা এখানকার বিদায়ী সাংসদের নামে কাটমানি নেওয়া সহ চাকরির নাম করে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন। এখন সেসব ধীরে ধীরে বের হচ্ছে! আরও বেরোবে।” এর মধ্যেই আজ, শুক্রবার (১৭ মে) নিজের এক্স-হ্যান্ডেলে (টুইটার) থেকে বিস্ফোরক একটি অডিও পোস্ট করেছেন হিরণ। যে অডিও-র এক প্রান্তে আছেন এক মহিলা। অপর প্রান্তের ব্যাক্তি দেব বলে অভিযোগ হিরণের। অডিও-তে জনৈকা ওই মহিলা ‘রাম’-কে চাকরির জন্য ৯ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ করছেন অপর প্রান্তের ব্যক্তির (দেবের) কাছে। ওই ব্যক্তি (দেব?) ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদিও, এই অডিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। (অডিও-র সত্যতা যাচাই করিনি আমরা/The Bengal Post)

thebengalpost.net
টাকা পেয়ে খুশি গঙ্গেশ সাঁতরা ও তাঁর স্ত্রী: