দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: ফের বেআইনি ভাবে লক্ষ লক্ষ টাকার গাছ কাটার অভিযোগে উত্তাল পশ্চিম মেদিনীপুর! এবার, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ২ নম্বর অঞ্চলের উপরডাঙ্গা এলাকায় বনদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠল। অবৈধভাবে গাছ কাটার পেছনে মদত রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের; এমনটাই অভিযোগ তুলেছেন এলাকার মানুষজন। তাঁরাই এদিন গাছ কাটা রুখে দেন এবং বনদপ্তরে খবর দেন। তারপরই, বন্ধ হয় গাছ কাটা। বিকেল নাগাদ চাঁদড়া রেঞ্জের তরফে বেআইনিভাবে কাটা অন্তত ৩০-৪০টি ইউক্যালিপটাস গাছ বাজেয়াপ্ত করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর। ওই খাস জমিতে গাছ কাটার কোনও অনুমতি দেওয়া হয়নি বলেও বনদপ্তরের তরফে স্বীকার করা হয়েছে।
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁদড়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সোমনাথ দে সহ কয়েকজনের মদতে লক্ষ লক্ষ টাকার গাছ কাটা হয়েছে। এর আগেও এভাবে ২/৩ বার অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সোমনাথ দে জানান, তিনি এসবের সঙ্গে কোনভাবেই যুক্ত নন। কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, সেই বিষয়েও তিনি কিছু জানেন না! অপরদিকে, এই ঘটনা শোনার পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি জানান, বিষয়টি নিয়ে বনদপ্তর ও বিডিও-কে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বেআইনি ভাবে গাছ কাটা হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিকেল নাগাদ অবশ্য ওই এলাকায় গিয়ে সদ্য কাটা প্রায় ৩০-৪০টি গাছ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানানো হয়েছে বনদপ্তরের তরফে।