দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: সোমবার বিকেল সাড়ে ৪-টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় একাধিক মৃত্যুর সম্ভাবনা! জানা যায়, ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর একটি পিড়াকাটাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মেদিনীপুরগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ওই ব্যক্তিগত চারচাকা গাড়ি বা প্রাইভেট কারটিতে। আর তাতেই দাউ দাউ করে জ্বলতে থাকা ওই প্রাইভেট কারটি এবং কয়েক মিনিটের মধ্যে তা পুড়ে ছাই হয়ে যায়! গাড়ির মধ্যে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বিশাল বাহিনী।

thebengalpost.net
প্রাইভেট কার:

বাসের চালকের তৎপরতায় বাসের মধ্যে থাকা যাত্রীদের কম-বেশি চোট লাগলেও, বড় আঘাত লাগেনি বলেই পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মারফত প্রাথমিকভাবে জানা গেছে। তবে, চালক সহ ওই ব্যক্তিগত চার চাকার মধ্যে থাকা প্রত্যেক যাত্রীরই মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান। জানা যায়, বাস ও ওই চারচাকা গাড়ির মধ্যে তীব্র গতিতে মুখোমুখি সংঘর্ষের ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা! বাসের চালক কোনোভাবে বাসটিকে পাশের জঙ্গলের দিকে ঘুরিয়ে দেওয়ায় যাত্রীদের প্রাণ রক্ষা হয়! কিন্তু, তীব্র ঘর্ষণের ফলে রাজ্য সড়কের উপরই দাউ দাউ করে জ্বলতে থাকে ওই প্রাইভেট কারটি! ঘটনার তদন্ত শুরু করেছে শালবনী থানার পুলিশ। পৌঁছেছে মেদনীপুর দমকল বিভাগের একাধিক ইঞ্জিন। উদ্ধারকাজ শুরু করা হয়েছে দমকল ও পুলিশের তরফে।

আপডেট: দমকল সূত্রে সন্ধ্যা সাড়ে ৬-টা নাগাদ জানা গেছে, প্রাইভেট কার থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডের বাসিন্দা তথা পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী প্রদীপ কুমার রায় (৬২) এবং তাঁর স্ত্রী, পেশায় একজন ব্যাঙ্ক কর্মী (কর্মরত) স্বপ্না হালদার রায়ের (৫৫) মৃত্যু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায়! প্রদীপ বাবুই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গেছে। ইতিমধ্যে তাঁদের মৃতদেহ উদ্ধার করে মেদনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে পুলিশের তরফে।

thebengalpost.net
দমকলের উদ্ধারকাজ শুরু হয়েছে: