দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: “দারুণ অগ্নিবাণে রে…!” একদিকে সূর্যের তাপ, অন্যদিকে ভোটের উত্তাপ। মেদিনীপুরে প্রার্থী আবার বিজেপি-র ‘অগ্নিমিত্রা’, তৃণমূলের ‘জুন’। সবমিলিয়ে লড়াইয়ের ময়দানও গনগনে ‘আগুনে’ টগবগ করে ফুটছে! এর মধ্যেই আবার মেদিনীপুর লোকসভার (পশ্চিম মেদিনীপুর জেলার) অধীন শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের জামদারগড় গ্রামের ৩-৪টি বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে ‘আগুন’ লেগে গিয়ে চাঞ্চল্য ছড়ায়। প্রায় একই সময়ে (রাত্রি দু’টো-আড়াইটা নাগাদ) গ্রামের ওই মাটির বাড়িগুলিতে আগুন লাগে বলে অভিযোগ। পরে দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে গ্রামবাসীদের দাবি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে শালবনী থানার পুলিশ। এদিকে, ভোটের আগে ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে ইতিমধ্যে!
জানা গেছে, শুক্রবার (২৯ মার্চ) সকাল দশটা নাগাদ ওই গ্রামে পৌঁছবেন মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার রাতে প্রার্থীর তরফে জানানো হয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে গ্রামের যমুনা ঘোষ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন, “আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গ্রামের লোকজনদের চিৎকারে ঘুম ভাঙে। উঠে দেখি পেছনের একটা অংশ দাউদাউ করে জ্বলছে। এরপর আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকি।” পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামের ৩-৪টি বাড়ির কিছু কিছু অংশ পুড়ে যায় বলে দাবি। গ্রামের মহিলাদের দাবি, তাঁদের বেশ ভালোই ক্ষতি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তথা মণ্ডল সহ-সভাপতি অসিত দাসের অভিযোগ, “ওই ৩-৪টি বাড়ির সদস্যরা বিজেপি সমর্থক। অনেকেই আবার আমাদের দলের সক্রিয় কর্মী। নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টি করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। আমরা আমাদের শীর্ষ নেতৃত্ব এবং প্রার্থী (অগ্নিমিত্রা পাল)-কে সবটা জানিয়েছি। শুক্রবার সকালে অগ্নিমিত্রা দি আসবেন। তারপর FIR করা হবে।” অপরদিকে, “সামান্য এক দুর্ঘটনাকে বিজেপি রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে” বলে দাবি করেছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা শালবনী ব্লক তৃণমূলের অন্যতম নেতা সন্দীপ সিংহ। তাঁর দাবি, “একটা ঘটনা ঘটেছে বলে শুনেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। অন্য কোনও বিষয় হতে পারে। আর, বিজেপি-র পায়ের তলায় মাটি নেই বলেই যেকোনও ঘটনাতেই রাজনৈতিক রঙ লাগিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে!” বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছিলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।