Paschim Medinipur News

Midnapore: MRP’র থেকে বেশি দামে কোল্ড ড্রিঙ্কস বিক্রি, জরিমানা করা হল দোকানদারদের! পশ্চিম মেদিনীপুরে অভিযান প্রশাসনের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩১ মে: ফ্রিজ বা রেফ্রিজারেটরে রাখার অজুহাত দিয়ে MRP বা মুদ্রিত মূল্যের (প্রিন্ট রেট) থেকে বেশি দামে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় বিক্রি করছেন দোকানদাররা। এমনই অভিযোগ এসেছিল মহকুমা প্রশাসনের কাছে। শুধু ঠান্ডা পানীয় নয়, আরো বেশ কিছু জিনিস অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগও আসছিল কয়েকদিন ধরে। বুধবার হঠাৎ করেই তাই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন দোকানে, গোডাউনে হানা দিলেন ঘাটাল মহকুমা প্রশাসনের আধিকারিকরা। নেতৃত্বে স্বয়ং মহকুমাশাসক সুমন বিশ্বাস। মূলত দোকানদাররা এম.আর.পি (Maximum Retail Price)’র থেকে বেশি দাম নিচ্ছেন কিনা, ব্যবহৃত ওজন যন্ত্রটি লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট কর্তৃক রিনুয়্যাল আছে কিনা‌- খতিয়ে দেখার জন্যই এই অভিযান বলে জানা যায়।

দোকানে অভিযান:

বুধবার বিভিন্ন দোকানে বিক্রিত পণ্যের প্যাকেটের গায়ে প্যাকেজিং কমোডিটি অ্যাক্ট অনুযায়ী ডিক্লারেশন আছে কিনা সেগুলি নজরদারি করলেন মহকুমাশাসক এবং দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক। বেশ কয়েকটি দোকানে এমআরপি’র থেকে বেশি দাম নেওয়ার অপরাধে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আনন্দমোহন প্রামাণিক জরিমানা করলেন দোকানদারদের। সাথে সাথে মহকুমাশাসক (SDO) সুমন বিশ্বাস বিভিন্ন দোকানদারদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সরকারি যে নিয়ম-কানুনগুলি আছে সেগুলি মেনে ব্যবসা। কোনো অবস্থাতেই প্যাকেটের গায়ে মুদ্রিত মূল্য বা প্রিন্টিং রেটের থেকে অতিরিক্ত দাম নেবেন না। নিয়মিত আপনাদের বাটখারাগুলি রিনুয়্যাল করাবেন।” ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির মালিকদের উদ্দেশ্যে বলেন, “প্যাকেটিং আইন অনুযায়ী ঘোষণা-পত্রটি অবশ্যই রাখতে হবে। যেমন- ব্যাচ নম্বর, পণ্যের প্রস্তুতের তারিখ (manufacturing date) মেয়াদ উত্তীর্ণের তারিখ (expiry date) প্রভৃতি পণ্যের গায়ে লেখা অবশ্যই থাকবে। অন্যথায় সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago