শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ মে: আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের শোভাযাত্রা পৌঁছবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত পিংলা-তে। তার ঠিক ২৪ ঘন্টা আগেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা! দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৬-১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। রবিবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মাধবচক এলাকায়।
ঘটনায় বিজেপির অভিযোগ, রবিবার সকাল ১০.৩০-১১টা নাগাদ প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান এবং বিজেপি’র বুথ কার্যকারিণী বৈঠক উপলক্ষে একটি ইনডোর মিটিংয়ের আয়োজন করা হয়। সেই মিটিং চলাকালীন তৃণমূল কর্মীরা অতর্কিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনায় বিজেপির ৭ জন কর্মী গুরুতর জখম হয়েছেন বলে বিজেপি সূত্র দাবি করা হয়েছে। যদিও, তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, অভিষেকের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে ডেবরা-সবং রাজ্য সড়কের পাশে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছিল। সেই সময় মাধবচক এলাকার বিজেপি কর্মীরা জমায়েত করে এবং তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শিবশঙ্কর দাস জানান,”বিজেপির এই অতর্কিত হামলার জেরে ৯ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন।”
তৃণমূল নেতার দাবি, আহত তৃণমূল কর্মীদের প্রথমে পিংলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুরে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস। তিনি অভিষেকের নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে বলেন, আগামীকাল সবংয়ে অভিষেকের সভা রয়েছে। এই রাস্তা দিয়ে চোর যাবে। তাই, তার আগে বেছে বেছে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। দু’পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবচক এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।