তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ জুলাই: তৃণমূলের ধর্মতলার শহীদ স্মরণ উপলক্ষে তুলে নেওয়া হয়েছে জেলার প্রায় সমস্ত বড় বাস। সমস্ত রুটের বেসরকারি যাত্রীবাহী বাস তুলে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে বাস মালিক সংগঠনের তরফে। তবে, বিভিন্ন রুটে ছোট বাস এবং সরকারি বাস চলবে বলেও জানানো হয়েছে। জেলার সমস্ত বড় যাত্রীবাহী বাসগুলি রওনা দেবে কলকাতার ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে।

thebengalpost.net
আগামীকাল সমস্যায় পড়তে চলেছেন নিত্যযাত্রীরা :

বৃহস্পতিবার এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর বাস মালিক সংগঠনের সদস্য সেক সোনা। তিনি জানান, অন্যান্য বছরের তুলনায় এবার বাসের চাহিদা অনেক বেশি। তাই, এবার জেলার প্রায় সমস্ত বড় বাস দিয়ে দেওয়া হচ্ছে ধর্মতলার শহিদ সমাবেশের যাত্রার উদ্দেশ্যে। জানা যায়, দু-একদিন আগে থেকেই তুলে নেওয়া হয়েছে বিভিন্ন রুটের বাস। এদিকে, বাস না থাকায় বুধবার থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সেই সমস্যা আরো চরমে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে, অনেক বেশি ভাড়া দিয়ে ছোট গাড়ি করেই আগামীকাল অর্থাৎ শুক্রবার নিত্যযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে হবে! এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে ভিন্ন ভিন্ন সুর। তবে, শেষ পর্যন্ত যে ভোগান্তিতে পড়তে হবে সেই সাধারণ মানুষকেই, তা বলাই বাহুল্য!