মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: “বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে…”! এই বার্তাই উঠে এলো বিশ্ব হস্তি দিবসে (World Elephant Day)। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর জঙ্গলঘেরা জোড়কুশমা গ্রাম। শাল জঙ্গলে ঘেরা গ্রামে প্রকৃতির অনাবিল সৌন্দর্য যেমন আছে, তেমনই আছে দারিদ্র্য, অসহায়তা আর গজরাজের অকস্মাৎ আক্রমণের ভয়! সেই গ্রামকেই বৃহস্পতিবার (১২ আগস্ট) বেছে নেওয়া হয়েছিল “বিশ্ব হস্তি দিবস” পালনের জন্য। সুদূর কলকাতা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন SHER এর উদ্যোগে এবং মেদিনীপুর বনবিভাগের সহযোগিতায়, ভাদুতলা বনাঞ্চলের জোড়াকুশমা গ্রামে পরিবেশের স্বার্থে হস্তি রক্ষার বার্তা, হাতির হাত থেকে ‘নিজেদের’ (গ্রামবাসীদের) রক্ষা করার সতর্কবার্তা আর গ্রামের ১০৭ জন দুঃস্থ ছাত্র-ছাত্রী’র হাতে এক বছরের শিক্ষা সামগ্রী প্রদান; এভাবেই পালিত হলো দিনটি।

thebengalpost.in
শতাধিক দুঃস্থ শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান :

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সের’ (SHER) এবং বনদপ্তরের উদ্যোগে আয়োজিত এই সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করলো জঙ্গলমহল ভাদুতলার স্বেচ্ছাসেবী সংস্থা “জঙ্গলমহল উত্তরণ ঐক্য”। বাস্তুতন্ত্রে হাতির গুরুত্ব এবং পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় নানা সচেতনতা মূলক বার্তার সাথে সাথে জঙ্গলমহলের শতাধিক দুঃস্থ শিশু’র একবছরের শিক্ষা সামগ্রী প্রদানের মধ্য দিয়ে জোড়কুশমায় যেন প্রেম ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেল! উপস্থিত ছিলেন মেদিনীপুর বনবিভাগের দুই এডিএফও, যথাক্রমে- বুদ্ধদেব মন্ডল ও বিজয় চক্রবর্তী; ভাদুতলার বনাঞ্চল আধিকারিক (Range Officer) পাপন মোহান্ত, মৌপালের বিট অফিসার প্রণব কুমার দাস, বনকর্মী বটেশ্বর মাহাত এবং SHER এর কর্ণধার জয়দীপ কুন্ডু। উপস্থিত ছিলেন জঙ্গলমহল উত্তরণ ঐক্যের জগন্নাথ, প্রবীর, তাপস, চন্দন, নাগার্যুন, বেনু, সোমনাথ, সুমন, বিশ্বদীপ, বিমল, সুশোভন, সুনীল, ভরত প্রমুখরা। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভাদুতলার বনাঞ্চল আধিকারিক পাপন মোহান্ত।

thebengalpost.in
বনদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিশ্ব হস্তি দিবস পালন :