Natural Disaster

একদিনে বজ্রপাতে মৃত্যু দুই মেদিনীপুর, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের ২৬ জনের, ২ মিনিটের ঝড়ে পশ্চিম মেদিনীপুরে ভাঙলো সেতু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: সোমবার বিকেল সাড়ে তিনটা-চারটা থেকে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টিতে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। বজ্রপাতে মৃত্যু হল- দক্ষিণবঙ্গের মোট ২৬ জনের। এর মধ্যে হুগলিতে ১১ জন, মুর্শিদাবাদে ৯ জন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া’তে যথাক্রমে ২ জন করে মারা গেছেন। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এই ২৬ জন হলেন- হুগলি : হেমন্ত গুছাইত (৪৩), মালবিকা গুছাইত (২৮), শিশির অধিকারী (৬৭), কানাই লহোরি (৭৮), কিরণ রায় (২৭), হারুন রশিদ (৩৯), দিলীপ ঘোষ (৫০), সুস্মিতা কোলে (৩৮), সঞ্জীব সামন্ত, সৈল মালিক, আনন্দ রায় (৩৫)। মুর্শিদাবাদ : এনামুল শেখ (৪৬), সইনুল ইসলাম (২৫), সুনীল দাস (৩৫), দূর্যোধন দাস (৩৫), সূর্য কর্মকার (২৩), জালালউদ্দিন শেখ (২৮), অভিজিৎ বিশ্বাস (৪৫), প্রহ্লাদ মুরারী (৩২), মারাজুল শেখ (১৭)। পূর্ব মেদিনীপুর : শম্পা মণ্ডল (২৫), গৌরাঙ্গ মাঝি (২৪)। পশ্চিম মেদিনীপুর : অরুণ মণ্ডল (৪৪), অর্চনা রায় (৪১)। অপরদিকে, রাজ্যে বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সমবেদনা জানানোর পাশাপাশি, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্য করার ঘোষণাও করেন তিনি।

বজ্রপাতে মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের ২ জনের :

এদিকে, গতকাল বিকেল সাড়ে তিনটা থেকে মাত্র ২ মিনিটের দমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ। ঘাটাল মহকুমার দাসপুর ১ নং ব্লকের রাজনগর ও নাড়াজোল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় বড় গাছ পড়ে যাওয়া ছাড়াও, একাধিক বাড়ির চাল উড়ে যায়, বাড়ির উপর গাছ ভেঙে পড়ে। অন্যদিকে, দাসপুর ১ নং এর যদুপুর এলাকার তেমণিহাটে অবস্থিত বাঁশের সাঁকো ভেঙে পড়ে ঝড়ের তান্ডবে। এর ফলে, যদুপুর ও রাজনগর ছাড়াও ঘাটমানিক, দামোদরপুর সহ কংসাবতী নদীর তীরবর্তী ৮-১০ টি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়েছে। মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান, ওই অঞ্চলের জেলা পরিষদের প্রতিনিধি তথা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। তিনি জানিয়েছেন, “যে সংস্থা এই সেতুর দায়িত্বে ছিল, দ্রুত তারা এটি সংস্কার করার কথা দিয়েছেন। ঝড়-বজ্রপাতে যা ক্ষতি হয়েছে, প্রশাসনিক আধিকারিকদের তার তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।” উল্লেখ্য যে, গতকাল বজ্রপাতে পশ্চিম মেদিনীপুর জেলার যে ২ জনের মৃত্যু হয়েছে, তাঁরা ২ জনই চন্দ্রকোনা থানার বাসিন্দা। জাড়া পূর্ব পাড়ার অরুণ মণ্ডল (৪৪) এবং হীরাধনপুরের অর্চনা রায় (৪১) এর মৃত্যু হয় আকস্মিক বজ্রপাতে। ঘাটাল মহকুমার আরও ২ জন আহত হয়েছেন। বজ্রপাতে মৃত ও আহতদের জন্য ইতিমধ্যে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে।

কংসাবতী নদীর উপর নির্মিত বাঁশের সেতু ভাঙলো :

পরিদর্শনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ :

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

24 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

1 day ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago