দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ ফেব্রুয়ারি: সামনেই চব্বিশের লোকসভা নির্বাচন। তার আগে তেইশের (Union Budget 2023) এই বাজেটে সমাজের সর্বস্তরের মানুষকেই খুশি করার পথে এগিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘সপ্তঋষি’ নাম দিয়ে এবারের বাজেটে তাই সাতটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। সার্বিক উন্নয়ন, কৃষিক্ষেত্রে (কৃষি সমবায় সমিতিতে) ডিজিটাল পরিকাঠামো, আর্থিক সংস্কার, গ্রিন গ্রোথ, যুবশক্তি বা কর্মসংস্থান, পরিকাঠামো ও বিনিয়োগ এবং ক্ষমতার প্রকৃত ব্যবহার- এই সাতটি বিষয় গুরুত্ব দিয়ে নির্মলা জানিয়েছেন, “দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে।” এবারের বাজেটের অন্যতম ঘোষণা হল, আগামী তিন বছরে দেশের ৭৪০ টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (Ekalavya Model Residential School) এ ৩৮,৮০০ শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করবে কেন্দ্র। প্রায় ৩.৫ লক্ষ আদিবাসী তথা জনজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়াও, ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে রেলের জন্য। পরিকাঠামো উন্নয়ন সহ যাত্রীসুবিধা ও সুরক্ষা থেকে কর্মসংস্থান- এর ফলে সবকিছুই সম্ভব হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।
অপরদিকে, দরিদ্র মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বৃদ্ধি বেড়ে হয়েছে ৭৯ হাজার কোটি টাকা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট দু’ বছরের জন্য চালু হচ্ছে। সর্বোচ্চ জমার পরিমাণ ২ লক্ষ টাকা। এই মহিলা সম্মান সেভিংসে সুদ মিলবে ৭.৫ শতাংশ। অন্যদিকে, আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে অর্থাৎ বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে আয়করে ছাড় পাবেন চাকুরিজীবী বা বেতনভোগীরা। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। যাঁর ১৫ লক্ষ টাকা বাৎসরিক আয় তাঁকে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। নতুন কাঠামো (New Tax Slabs) অনুযায়ী, ০ থেকে ৩ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ০; ৩ লাখ থেকে ৬ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ; ৬-৯ লাখে ১০ শতাংশ; ৯-১২ লাখে ১৫ শতাংশ এবং ১২ থেকে ১৫ লাখ পর্যন্ত বার্ষিক আয়ে ২০ শতাংশ কর (Tax) দিতে হবে। তবে, Old Tax Regime এর বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে।
এছাড়াও, মধ্যবিত্ত সঞ্চয়, প্রবীণদের সঞ্চয়, গৃহঋণ প্রকৃতি ক্ষেত্রেও সুবিধা ঘোষণা করা হয়েছে। এখন থেকে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখা যাবে ৩০ লক্ষ টাকা। আগে যা ১৫ লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এদিকে, এবারের বাজেটেও দাম বাড়ানো হয়েছে সিগারেট সহ তামাকজাত দ্রব্যের। অপরদিকে, বায়োগ্যাসের উপর থেকে তুলে নেওয়া হয়েছে জিএসটি। ব্যাটারির উপর থেকে কমানো হয়েছে জিএসটি (GST)। মোবাইল ফোনের উৎপাদন বেড়েছে। তাতে উৎসাহ দিতে, যন্ত্রাংশের উপর কমল শুল্ক। টেলিভিশনের যন্ত্রাংশের উপরও কমল শুল্ক। তবে, বৈদ্যুতিক চিমনির উপর বাড়ল শুল্ক। বিদেশ থেকে আমদানি করা জিনিসপত্রের দামও বাড়ানো হচ্ছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…