দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৫ ডিসেম্বর: বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে ৬ টা নাগাদ বাংলার আকাশে রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য ছড়ালো! বৃহস্পতিবার সন্ধ্যা (মূলত ৫.৪৫-৬ টা নাগাদ) আকাশে এমন এক আলো দেখা গিয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কিছুটা ধূমকেতুর মতো এই আলো বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই দেখা গেছে। দেখা গেছে ওড়িশাতেও। অবশ্য, কিছুক্ষণের মধ্যেই এই রহস্যের উন্মোচন ঘটলো ‘ইন্ডিয়ান ডিফেন্স’ (Indian Defence) নিউজ সংক্রান্ত একটি ফেসবুক পেজের মাধ্যমে!

thebengalpost.net
AGNI-V (5), pic courtesy- Indian Defence FB Page:

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ্যের আকাশে যে রহস্যময় আলো দেখা গিয়েছে তা আসলে ‘অগ্নি-৫’ (AGNI-V/AGNI 5) মিসাইল (Missile) এর আলো বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ, ঠিক ওই সময়ই ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ (Abdul Kalam Island, Odisha) থেকে ‘অগ্নি-৫ মিসাইল’ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, এর আগে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ এবং অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এবার, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-ও সফল হওয়ায় উচ্ছ্বসিত ভারতবাসী।

thebengalpost.net
জানা গেল ইন্ডিয়ান ডিফেন্স পেজ থেকে:

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) শেষ করেছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র। যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও শত্রুকে সঠিকভাবে নিশানা করে ক্ষেপণাস্ত্রটি এগিয়ে যেতে পারে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে এদিন। জানা গিয়েছে, এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে, চীন সহ শত্রু দেশগুলিকে আরও কড়া বার্তা দিতে সক্ষম হল ভারত। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে নতুন করে চীনের সঙ্গে সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সেই আবহে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

thebengalpost.net
এমনই আলো ঘিরে দেখা দেয় রহস্য, পরে জানা যায় অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে: