দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৩ সেপ্টেম্বর:”কোনো প্ররোচনায় পা দেবেন না! লং টার্মের লড়াই। চব্বিশ সালেই সরকার উৎখাত করব! ডিসেম্বর মাসের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরকার চালাতে পারবেন না। এইসব IPS গুলোকে ভেতরে ঢোকাবো। ভাইপো তো যাবেই।” আটক (বা, গ্রেপ্তার) করে তাঁদের লালবাজারে নিয়ে এলে, সেখানে বসেই মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ এই হুমকি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পাশে ছিলেন আহত রাহুল সিনহা। লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে লাইভ করে কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন শুভেন্দু অধিকারী। আইপিএস জ্ঞানবন্ত সিংহের নেতৃত্বে তাঁদের কিভাবে বাধা দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়, সেই ব্যাখ্যাও দেন‌ শুভেন্দু। যদিও, এতো সহজে গ্রেপ্তার বরণ করায় বিরোধী দলনেতা-কে ‘আলুভাতে’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

thebengalpost.net
রণক্ষেত্র সাঁতরাগাছি:

এদিকে, সাঁতরাগাছি চত্বর কার্যত হয়ে উঠেছে রণক্ষেত্র। বিজেপি কর্মী সমর্থকদের ব্যারিকেড করে আটকানো হলে শুরু হয় ইঁট বৃষ্টি। পুলিশ-ও একের পর এক টিয়ার গ্যাসের সেল ফাটাতে থাকে। অনবরত চলে জলকামান। শুভেন্দু-লকেট’দের গ্রেপ্তারি’র পর সৌমিত্র খাঁ-র নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করলে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে, কলেজ স্ট্রিট থেকে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিশাল মিছিল সব বাধা টপটে এগিয়ে চলেছে নবান্নের দিকে। একের পর ব্যারিকেড টপকাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। হাওড়ার মিছিলের নেতৃত্বে আছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

thebengalpost.net
দিলীপের নেতৃত্বে বিশাল মিছিল:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :