দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ নভেম্বর: কোথায় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি? SSC দুর্নীতি সহ রাজ্যের বেকার ছাত্র-যুবদের জ্বলন্ত সমস্যাগুলির বিরুদ্ধে গর্জে ওঠার ‘পথের লড়াইয়ে’ আজও সেই বামেরা! বলছেন ভুক্তভোগী ছাত্র-যুবরাই। রাজধানী কলকাতার পর শিক্ষা-সংস্কৃতি আর সংগ্রামের শহর মেদিনীপুরের রাজপথেও বৃহস্পতিবার গর্জন উঠল বাম ছাত্র-যুব সংগঠন SFI-DYFI এর। স্লোগান উঠল- SSC নিয়োগে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙো, দোষীদের কঠোরতম শাস্তি দাও প্রভৃতি। যথারীতি উঠেছে পুলিশি বাধার অভিযোগ! ছাত্র-যুব নেতৃত্বের অভিযোগ, “ডিআই অফিস (DI Office) অভিযান কর্মসূচীর সময় পথ আটকে বাধা দেয় মমতা ব্যানার্জির পুলিশ। তার সংগে মমতা ব্যানার্জির কুশপুতুল ছিনতাই করতে গিয়ে পুলিশ অফিসাররা সেই কুশপুতুলের কাপড় খুলে ছুঁড়ে ফেলতে গিয়ে উলঙ্গ করে দেয়! তার সঙ্গে কাপড় ও কুশপুতুল নিয়ে পুলিশ অফিসাররা ভলিবল ও ফুটবল খেলা খেলল! তবুও দমানো যায়নি আমাদের। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেই ছেড়েছি!”
প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির প্রতিবাদ সহ স্বচ্ছভাবে এসএসসিতে নিয়োগের দাবিতে মেদিনীপুর শহরের কলেজ মোড়ে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করা হয় CPIM এর ছাত্র-যুব সংগঠন যথাক্রমে SFI ও DYFI এর নেতৃত্বে। ওই রাস্তায় তখন শয়ে শয়ে সাধারণ মানুষ। ক্ষিপ্ত হয়ে পুলিশকর্মীরা অবরোধ হটাতে যান। প্রতিবাদী ছাত্র-যুবদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি! অভিযোগ ওঠে হেনস্থার! জ্বলন্ত কুশপুতুল লাঠি পেটা করার অভিযোগও উঠেছে। অভিযোগ, সেই আগুনে জামা সহ শীতের পোশাক পুড়ে নষ্ট হয়ে যায় ডিওয়াইএফআই (DYFI) রাজ্য সভাপতি ধ্রবজ্যোতি সাহা সহ অনেকের। নামানো হয় র্যাফ তথা বিশাল পুলিশ বাহিনী। টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে বাম-ছাত্র যুবরা! এদিন উপস্থিত ছিলেন, যুব সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্যের যুব নেতা অপূর্ব প্রামানিক, জেলা সংগঠনের সম্পাদক সুমিত অধিকারী ও সভাপতি শুভদীপ সেন এবং এস এফ আই এর জেলা সভাপতি সৈয়দ সাদ্দাম আলি প্রমুখ। রাজ্য সরকারের পুলিশ বাহিনীর এই আক্রমণের ঘটনাকে ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে শুক্রবারও জেলা জুড়ে মিছিল পথ সভার ডাক দিয়েছে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI) জেলা কমিটি। এর সঙ্গে, এসএসসি-তে নিয়োগের দুর্নীতিতে যুক্তদের চিহ্নিত সহ শাস্তির দাবীতে এমন কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…