দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: “আর বিলম্ব নয়, অবিলম্বে স্কুল খোলো; পড়ুয়াদের স্বাভাবিক জীবন যাত্রায় ফিরিয়ে আনো।” শিক্ষা ও সংস্কৃতির শহর মেদিনীপুরের বুক থেকে এই আওয়াজ উঠলো মঙ্গলবার। শিশুদের মানসিক ও শারিরীক স্বাস্থ্য ফিরিয়ে দিতে এবং স্কুল ছুটদের অবিলম্বে শিক্ষার অঙ্গনে ফিরিয়ে আনতে অবিলম্বে স্কুল খোলা হোক! এই দাবিতে জেলা শহর মেদিনীপুরে বিক্ষোভ মিছিলে সামিল হল বাম শিক্ষক সংগঠন এবিটিএ (ABTA)। মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে (DI অফিসের সামনে) পৌঁছয়। সেখানে বিক্ষোভ অবস্থান সহ দাবিপত্র সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
এদিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মূলত দাবি ওঠে, কোভিড বিধি মেনে নানান প্রতিষ্ঠান সহ ব্যাবসা বানিজ্য, ব্যাঙ্ক বীমা, রেস্টুরেন্ট এমনকি মদের দোকান সহ বার চালুর পক্ষে সরকার সায় দেয়; অথচ শিক্ষা প্রতিষ্ঠান খুলতেই সরকারের সমস্যা! এবিটিএ নেতৃত্বের বক্তব্য, “শিক্ষকদের প্রায় ১০০ শতাংশের ভ্যাকসিন হয়ে গেছে একটি বা দুটি ডোজ। বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা সংক্রমিত হলেও ভয়ের কিছু নেই, দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে; তাই আইসিএমআরের মতেও স্কুল খোলা যেতে পারে। তা সত্ত্বেও সরকারের হেলদোল নেই! কয়েকটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে।” সংগঠনের পক্ষ থেকে এদিন যাত্রী পরিবহনে লোকাল ট্রেন বন্ধ রাখারও তীব্র বিরোধিতা করা হয়! সংগঠনের জেলা সম্পাদক বিপত্তারণ ঘোষ দাবি তোলেন, “প্রয়োজনে সব পড়ুয়াকে ভ্যাকসিন দিয়ে হলেও ধাপে ধাপে স্কুলে পঠন পাঠন অবিলম্বে চালু করতে হবে।” বাম শিক্ষক সংগঠনের এই দাবির প্রতি অন্যান্য আরও কিছু অরাজনৈতিক সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ সহমত পোষণ করেছেন।