দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:নির্বাচনের ফলাফল পরবর্তী হিংসার প্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে- পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে ঘর ছাড়া রাজনৈতিক কর্মীদের ঘরে ফেরাতে হবে। কিন্তু, এই নির্দেশ পালন না করে, স্থানীয় বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এমনকি তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে! এরই প্রতিবাদে, খড়্গপুর গ্রামীণ থানার সামনে আজ বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভ শেষে খড়্গপুর গ্রামীণ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া বিজেপি নেতৃত্বের তরফে।
বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অরূপ দাস বললেন, “বিজেপি কর্মীদের ঘরে না ফিরিয়ে, উল্টে নানা রকম মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের নামে। এমনকি, যে সকল বিজেপি কর্মীরা স্থানীয় নানা কলকারখানা সহ বিভিন্ন জায়গায় কাজ করতো, তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। শাসকদলের তরফে এই ধরনের অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে। আর পুলিশও সুপ্রিম কোর্টের আদেশ পালন না করে, শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি।” এই বিষয়ে শাসকদলের জেলা নেতৃত্ব জানিয়েছে, “মিথ্যা অভিযোগ। ঘরছাড়া কর্মী কোথাও নেই। আর কারুর কাজ কেড়ে নেওয়া হয়নি।”