দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: করোনা কালে এক দিনও ক্লাস হয়নি কলেজে, তা সত্ত্বেও বিল্ডিং ডেভেলপমেন্ট ফি এবং ল্যাব ফি নেওয়ার অভিযোগ তুলে খড়্গপুর কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বুধবার। বিক্ষোভের পর পথ অবরোধ করে পড়ুয়ারা। প্রায় আধঘন্টারও বেশি সময় ধরে খড়্গপুর-মেদিনীপুর ওটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। যার জেরে ভরদুপুরে নাজেহাল হতে হয় পথচলতি সাধারণ মানুষকে। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় নির্ধারিত বার্ষিক ফি বা বেতন হল- আড়াইশো টাকা। কিন্তু, খড়্গপুর কলেজ সেই ফি করেছে প্রায় দু হাজার টাকা। অতিমারী আবহে এক লাফে এত টাকা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ুয়ারা! এই অভিযোগ জানাতে বুধবার তারা জড়ো হয়েছিল কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানাবে বলে, কিন্তু অধ্যক্ষের দেখা না পেয়ে কার্যত ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা! ফি না কমালে পরীক্ষাই দেব না বললেন ছাত্রছাত্রীরা। এরপরই তারা পথ অবরোধ করে।