দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল:পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার প্রতিবন্ধী যুবতীকে ‘ধর্ষণের চেষ্টা’র অভিযোগে বুধবার পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য (কালুখাঁড়া গ্রাম) অভিজিৎ মন্ডলকে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সুদূর সুন্দরবন থেকে পৌঁছে যান ‘পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী’র নেতা তথা রায়দীঘির প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। বুধবার জেলা শহর মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ের সামনে তাঁর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপারের দপ্তরেও বিক্ষোভ দেখায় তাঁর নেতৃত্বাধীন সংগঠন। কোতোয়ালী থানার পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কান্তি গাঙ্গুলি সহ সংগঠনের সদস্যরা। এই বয়সেও তিনি যে জনগণের আন্দোলনের অন্যতম এক কান্ডারী তা বুঝিয়ে দেন ক্লান্তি-হীন কান্তি! ঘটনার তীব্র প্রতিবাদ করে জানান, “এই ঘটনা মধ্যযুগীয় বর্বরতা কে হার মানিয়েছে,কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে।পরিস্থিতি এমন জায়গায় গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে।” তিনি এও বলেন, সিপিআইএম এই সব ঘটনা নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করছে। এদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা যুবতীর সঙ্গে দেখা করে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।

thebengalpost.net
আন্দোলনে প্রতিবন্ধী সংগঠন:

অন্যদিকে, বুধবার ধৃত অভিজিৎ মণ্ডলকে তোলা হয় মেদিনীপুর সিজেএম আদালতে। নির্যাতিতা যুবতীর গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে। পিংলা থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়েছে বলেও জানা গেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫১১, ৩৫৪বি, ৩২৩, ৩২৪, ৫০৬  ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা, মারধর, ভয় দেখানো-সহ একাধিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য যে, পিংলা থানার একটি গ্রামে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। পরিবারের দাবি, দিদির বাড়িতে গিয়েছিলেন নির্যাতিতা। সোমবার রাতে পুকুরঘাটে বাসন ধুতে যাওয়ার সময় তাঁকে তুলে নিয়ে যান অভিজিৎ। এর পর তাঁকে মারধর ও ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনার পর নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করার চেষ্টা হলে, সেখানেও তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, প্রাথমিক বয়ানে নির্যাতিতার পরিবার দাবি করে ধর্ষণ করা হয়েছে। আশ্চর্যজনক ভাবে, পুলিশের কাছে লিখিত অভিযোগে ‘ধর্ষণের চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে! এই বয়ান বদলের নেপথ্যে রাজনৈতিক চাপ আছে কিনা, তা অবশ্য পরিষ্কার হয়নি। তবে, এই ঘটনায়, পঞ্চায়েত সদস্যের সাথে সাথে, আরও এক প্রভাবশালীর নাম উঠে আসছে বলে মেদিনীপুর আদালতের এক আইনজীবী সূত্রে জানা গেছে।

thebengalpost.net
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি: