Monsoon

Monsoon: তীব্র গরমে কাঁদিয়ে-কাটিয়ে অবশেষে বঙ্গের উত্তর কোনে বর্ষার পদধ্বনি! দিকে দিকে শুরু প্রাক-বর্ষণ; হলুদ সতর্কতা মেদিনীপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৩১ মে:
বর্ষা এলো, বর্ষা এলো! তীব্র গরমে কাঁদিয়ে-কাটিয়ে সময়ের দু’দিন আগেই দেশে (দক্ষিণের কেরল এবং উত্তর পূর্ব ভারতে) প্রবেশ করেছে বর্ষা। বৃহস্পতিবার (৩০ মে) দক্ষিণ ভারতের কেরল সহ উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয়, অসমের বেশির ভাগ অংশে ঢুকে পড়ছে বর্ষা। আগামী দু-এক দিনেই তা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে প্রবেশ করতে পারে। সেই উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও, বৃহস্পতিবার মৌসম ভবন থেকে মৌসুমী বায়ুর অগ্রগতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তরপূর্ব কোনে বক্সার জঙ্গল ও জয়ন্তীতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী দু’দিনের মধ্যেই (রবিবারের মধ্যেই) যে উত্তরবঙ্গ জুড়ে বর্ষার সূচনা হতে চলেছে, তা মোটামুটি নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতরও। সবমিলিয়ে, “আষাঢ়স্য প্রথম দিবসে” নয় জ্যৈষ্ঠের ১৮-১৯’র মধ্যেই যে বঙ্গে বর্ষার আগমন ঘটতে চলেছে, তা একপ্রকার বলাই যায়।

কেরলে প্রবেশ করেছে বর্ষা (প্রতীকী ছবি):

এদিকে, শুধু উত্তরবঙ্গ নয়; কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গ জুড়েও বৃহস্পতিবার রাত্রি থেকে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “শনি, রবি, সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।” শনিবার ও রবিবার কলকাতায় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, দেশের দক্ষিণ ও উত্তর-পূর্ব প্রান্তে বর্ষা এসে গিয়েছে। তাই, হঠাৎ এই বর্ষণকে প্রাক-বর্ষার বৃষ্টি বলছে হাওয়া অফিস।

তা ছাড়াও আবহবিদেরা মনে করছেন, গত কয়েক দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, জলীয় বাষ্পের জোগান বেড়েছিল। ফলে আঞ্চলিক ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়। তার জেরেও বৃষ্টির প্রাবল্য বেড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। আর তার জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলার কিছু অংশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আর, দার্জিলিং, কালিম্পং জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি শুরু হতে পারে দুই দিনাজপুরেও। প্রতি বারেই বর্ষার আগে বৃষ্টির এমন অনুকূল পরিবেশ তৈরি হয় বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

বঙ্গেও বর্ষার পদধ্বনি (প্রতীকী ছবি, এস.মণ্ডল):

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago