দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৩ জুলাই: নির্ধারিত সময়েই বাংলায় প্রবেশ করেছে বর্ষা। মরশুমের প্রথম থেকে তুমুল বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতিও। এবার ফের বাংলা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনিতেই বৃষ্টির জেরে দার্জিলিংয়ের একাধিক জায়গায় ধস নামার ঘটনা ঘটেছে। আবার নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দেওয়ায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি রয়েছে এই সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, হাওয়া অফিস সূত্রে জান গেছে যে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত যেটি উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কয়েকটি জায়গায় যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই তিনটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দার্জিলিঙে ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে। আর, এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে।