দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় আদি বাড়ি। মেদিনীপুর শহরের অলিগঞ্জ কসাইপাড়া এলাকায় শ্বশুরবাড়ি। স্ত্রী পুনম বিবি ও দুই সন্তান সেখানেই থাকেন। ‘পুলিশ’ (Police) স্টিকার লাগানো কালো গাড়িতে করে প্রতি সপ্তাহের শনিবার নাকি নুর আসতেন শ্বশুরবাড়িতে (মেদিনীপুর শহরে)। সোমবার চলে যেতেন কলকাতায়। সেখানে নাকি ইন্টিরিয়ার ডেকোরেশনের দোকান আছে! এমনটাই দাবি, আজ (শুক্রবার) অর্থাৎ ২১শে জুলাই সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে গ্রেপ্তার হওয়া শেখ নুর আমিনের স্ত্রী পুনম বিবির। কলকাতা পুলিশের দাবি, নুরের আটক করা কালো গাড়িতে পাওয়া গেছে ছুরি-ভোজালি-আগ্নেয়াস্ত্র এবং মাদক। এছাড়াও, পাওয়া গেছে পুলিশ, আইবি এবং বিএসএফের একাধিক ভুয়ো আই.কার্ড! এদিকে, নুরের স্ত্রী-র বক্তব্য, তাঁর স্বামী মানসিক ভারসাম্য হারিয়েছেন। বাইপোলার ডিসঅর্ডারের রোগী। নিয়মিত নাকি ওষুধ খেতে হয়। তাঁর (স্ত্রী-র) আরও দাবি, নুর মানবাধিকার সংগঠনের কর্মী। কলকাতায় ব্যবসাও আছে। একসময় আবার BSF-এর বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই করতেন! প্রশ্ন উঠছে, মানসিক রোগ নিয়ে এতসব সামলাতেন কি করে নুর?
এই মুহূর্তে জেলা শহর মেদিনীপুরের নুর-কে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য। তাঁর শ্বশুরবাড়ি অর্থাৎ মেদিনীপুর শহরের অলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দারা বলছেন, “উনি পুলিশের স্টিকার লাগানো গাড়িতে করে রাতে রাতে আসতেন। জিজ্ঞেস করলে বলতেন গাড়িটি পুলিশকে দেওয়া আছে।” এদিকে সেই গাড়িতেই আবার পাওয়া গেছে অস্ত্রশস্ত্র ও মাদক। এছাড়াও, পুলিশ, গোয়ন্দা বিভাগ ও কেন্দ্রীয় বাহিনীর একাধিক ভুয়ো পরিচয়পত্র বা আই.কার্ড-ও পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নুর কোন বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন? এদিন, কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে নুর-কে রীতিমত স্যুটেড-বুটেড অবস্থায় গ্রেপ্তার করা হয়। চোখে সানগ্লাস, কালো কোট, সাদা শার্ট পরা নুরের কাছে আইবি-র ভুয়ো আইডেন্টিটি কার্ড দেখেই প্রথমে সন্দেহ হয় পুলিশের৷ তারপরেই শুরু হয় গাড়িতে তল্লাশি৷ একে একে বের হয় ভোজালি, আগ্নেয়াস্ত্র, মাদক৷ মেলে বিভিন্ন এজেন্সির ভুয়ো আইডি কার্ড৷ গ্রেফতার হয় শেখ নুর আমিন৷ তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, প্রশ্ন উঠছে বছর ৩৫-৪০’র নুর কি সত্যিই মানসিক ভারসাম্যহীন? নাকি এর পেছনে আছে বড়সড় রহস্য?
কারণ, কলকাতায় নাকি নুরের ইন্টিরিয়র ডেকোরেশনের ব্যবসা। দোকানের সঙ্গে ইদানিং নাকি সেখানে বাড়িও করেছেন। মেদিনীপুর শহরে শ্বশুরবাড়িতে স্ত্রী এবং দুই ছেলে (৯ ও ১১ বছরের) থাকেন। আছেন বৃদ্ধ শশুর-শাশুড়িও। এলাকাবাসীরা জানান, সেখানেই (অলিগঞ্জ কসাইপাড়াতেই) পাকা বাড়ি তৈরি হচ্ছে বড় জামাইয়ের অর্থাৎ নুরের উদ্যোগে। সব মিলিয়ে আর্থিক অবস্থা বা প্রতিপত্তি যে বেশ ভালই, তা মানছেন এলাকাবাসী! নুরের শাশুড়ি সুলতানা বিবি বলেন, “নুর আমার বড় জামাই। ডেবরায় ওদের আসল বাড়ি। তবে, আমার বড় মেয়ে এবং ওদের ছেলেরা এখানেই থাকে। নুর প্রতি শনিবার আসত। সোমবার সকালে চলে যেত। কলকাতায় ইন্টিরিয়ারের ব্যবসা আছে বলে শুনেছি।” তিনি এও জানান, “আমার ছেলে নেই। ছোটো মেয়ের বিয়ে হয়েছে বেলদাতে।” নুরের স্ত্রী-র দাবি, গত ১৪ জুন কলকাতায় এক চিকিৎসকের কাছে নুরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুনমের বক্তব্য, চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরেও তাঁর স্বামীর সমস্যা কিছুটা বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট চিকিৎসককে তিনি জানিয়েছেন বলেও দাবি করেছেন নুর আমিনের স্ত্রী। তাঁর আরও দাবি, মানবাধিকার সংগঠনের কর্মী হিসেবে এদিন একুশে জুলাইয়ের সভায় ডাক পেয়েছিলেন নুর। শুক্রবার সকালেও ফোনে কথা হয়েছে বলে জানান তিনি। শনিবার রাতে মেদিনীপুরে আসবেন বলে ফোনে জানিয়েছিলেন নুর। তাঁর দাবি, “আমরাও টিভিতে দেখে সবকিছু জানতে পারলাম। আমি খুব দুশ্চিন্তায় আছি। প্লিজ আমাকে কোন প্রশ্ন করবেন না!” কিছুটা ক্ষুব্ধ হয়ে তিনি এও দাবি করেন, “সবকিছুই তো গাড়িতে পাওয়া গেছে। আর, যেটাকে আগ্নেয়াস্ত্র বলা হচ্ছে, ওটা একটা লাইটার! ভালো করে দেখুন গিয়ে।” তবে কি এসব কিছু স্ত্রী পুনম বিবি জানতেন? প্রশ্ন উঠছে, তবে স্বামীকে সতর্ক করেননি কেন? সবমিলিয়ে, একুশে জুলাইয়ের বিশেষ দিনে পশ্চিম মেদিনীপুরের নুর-কে ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…