দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: সকল বন্ধনের ঊর্ধ্বে ‘বন্ধুত্ব’। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা দেওয়াই হল ‘বন্ধুত্ব’। প্রকৃতির মতোই নিঃস্বার্থ প্রেম, পবিত্রতা আর ঔদার্য উজাড় করে দেওয়ার নাম হল ‘বন্ধুত্ব’। শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার শহর মেদিনীপুর আবারও যেন সেই বার্তাই ছড়িয়ে দিল আজ, রবিবার, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে। ‘টিম দোস্তানা’র উদ্যোগে রবিবার সকালে মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে দলমত নির্বিশেষে রাখী বন্ধন ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বন্ধুত্ব দিবস। পরিবেশ বার্তা দিয়ে উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ। আবার, বিকেলে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহযোগিতায় ডেবরার একটি হোমে অসহায় ছেলে-মেয়েদের সঙ্গে নানা অনুষ্ঠানেও মেতে উঠলেন টিম দোস্তানার সদস্যরা।
রবিবার সকালে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে দোস্তানার উদ্যোগে আয়োজিত রাখী বন্ধন, মানববন্ধন এবং পরিবেশ সচেতনতার বার্তাবাহী কর্মসূচিতে দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। উদ্যোক্তারা জানান, বন্ধুত্ব দিবসে এরকম ভাবনার মূল উদ্দেশ্য হলো, সমাজে মানুষ মানুষের পাশে থাকবে; বন্ধুত্বে ও সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ়তর হবে- এই বার্তা দেওয়া। উপস্থিত সকলের হাতে এবং পথ চলতি মানুষের হাতে রাখী পরিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান টিম দোস্তানার আহ্বায়ক শিক্ষক মৃত্যুঞ্জয় সামন্ত। বক্তব্য, আবৃত্তি, সঙ্গীতের মাধ্যমে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দেন উপস্থিত বিশিষ্ট জনেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী সুজয় হাজরা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত দুই প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী ও বীরেন পাল, বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সংস্কৃতিকর্মী আখিলবন্ধু মহাপাত্র, বিশিষ্ট রেফারি ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, শিক্ষক ও পরিবেশ প্রেমী শান্তনু দে, শিক্ষাকর্তা কৌস্তভ বন্দ্যোপাধ্যায়, অমরেশ কর প্রমুখ। রবিবার বিকেলে ডেবরার একটি হোমে (চক কুমার অ্যাসোসিয়েশন ফর সোসাল সার্ভিস) কচিকাঁচাদের সঙ্গে কুইজ সহ নানা সচেতনাতামূলক অনুষ্ঠানে মেতে উঠেন সংগঠনের সদস্যরা। সহযোগিতায় ছিলেন মেদিনীপুর কুইজ কেন্দ্র সংস্থাও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…