Midnapore News

Midnapore: ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড মেদিনীপুর শহর! ভাঙল বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত পদ্মাবতী শ্মশানের বৈদ্যুতিক চুল্লির চিমনি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মেদিনীপুর শহর! শুক্রবার বিকেল সাড়ে চারটা-পাঁচটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় জেলা জুড়ে। প্রথমে শিলাবৃষ্টি এবং তারপর বেশ কিছুক্ষণ মুষলধারায় বৃষ্টি হয়। তবে, ঝড়ের তাণ্ডব-ই বেশি ছিল। ক্ষণিকের ঝড়ে একপ্রকার লন্ডভন্ড হয়ে যায় জেলা শহর। জেলা শহরের রিং রোড জুড়ে ভেঙে পড়ে বড় বড় গাছ। শহরের হাসপাতাল রোড, স্টেশন রোড, নিমতলা, বটতলা, কেরাণীটোলা, কালেক্টরেট, এলআইসি মোড় প্রভৃতি এলাকায় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙে পড়ে। হাসপাতাল রোডে ফুটপাতে থাকা দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়। কালেক্টরেট এলাকায় ট্রাফিক সিগন্যালের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, কুইকোটাতে সুপ্রাচীন বজরংবলীর মন্দিরে গাছ পড়ে ভেঙে যায়। বিধাননগরে বিদ্যুৎ খুঁটি সহ একটি বড় দেবদারু গাছ উপড়ে পড়ে।

শহরজুড়ে ঝড়ের তাণ্ডব :

বিকেল ৫-টার পরই শহরজুড়ে সাময়িক সময়ের জন্য যানজট তৈরি হয়। তবে, মেদিনীপুর পৌরসভা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। চেয়ারম্যান সৌমেন খানের নেতৃত্বে পৌরকর্মীদের তৎপরতায় রিং রোডের যানজট মুক্ত করা হয়। বাকি এলাকাতেও চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, শহরের মহতাবপুরে অবস্থিত পদ্মাবতী শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লির সুদীর্ঘ চিমনিটি এদিনের ঝড়ে ভেঙে পড়ে। ফলে দাহ করার কাজ ব্যাহত হয়। আপাতত চিরাচরিত কাঠের চিতা সাজিয়েই দাহ করার কাজ চলছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ জুড়ে একাধিক বড় বড় গাছ এবং গাছের ডাল ভেঙে পড়েছে। অন্যদিকে, মঙ্গলবারের মতোই এদিনও (শুক্রবার) ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে শালবনী ব্লকের বিস্তীর্ণ অংশ! পিড়াকাটা সহ ৭ নং অঞ্চল, ৬ নং ভীমপুর অঞ্চল, ৫ নং লালগেড়িয়া অঞ্চলে ঝড়ের প্রভাব পড়েছে। প্রায় ৩০-৪০টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির চালা উড়ে গেছে বলে স্থানীয় পুলিশ-প্রশাসন সূত্রে জানা গেছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেঙে পড়ল গাছ:

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago