অর্ণব দাস, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: ইলিশ পাতুরি, মশালা পমফ্রেড, ফিস বাটার ফ্রাই থেকে নবদ্বীপের ক্ষীর দই কিংবা রকমারি পিঠেপুলি ও চকলট ফুচকা। নিত্যনতুন আর মুখরোচক খাবারের সম্ভার। সঙ্গে নানা ধরনের বুটিকের স্টল। সব মিলিয়ে একেবারে জমজমাট মেদিনীপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত ‘স্বয়ংসিদ্ধা ফুড ফেস্টিভ্যাল ও মেলা’। আজ, শনিবার (২২ জুলাই)-ই এই ফুড ফেস্টিভ্যাল ও হস্তশিল্প মেলার উদ্বোধন হল। চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির (বিদ্যাসাগর হল) প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল ও মেলার আয়োজন করা হয়েছে। মূলত, স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ও বিপণনের উদ্দেশ্যেই এই আয়োজন বলে জানান পৌরপ্রধান সৌমেন খান।
পাঁচ দিনব্যাপী এই মেলা প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত্রি ন’টা পর্যন্ত চলবে। এদিন মেলার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর সদরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান, মেদিনীপুর পৌরসভার উপ-পৌরপ্রধান অনিমা সাহা প্রমুখ। মেলায় একদিকে যেমন থাকছে স্বয়ংসিদ্ধা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি বিভিন্ন জিনিসপত্র, তেমনই থাকছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। মেলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।