দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: প্রয়াত ড. রজনীকান্ত দোলই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের রয়েল একাডেমি (Royal Academy)’র ১৭তম প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল জেলা পরিষদের প্রদ্যোত স্মৃতি সদন প্রেক্ষাগৃহে। দু’দিন ব্যাপী (২২ ও ২৩ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী অমর্ত্যানন্দ মহারাজ, গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার, সবং এম এন এম মেমোরিয়াল হাই স্কুলের প্রিন্সিপাল মোনালিসা সেন পাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবী সুজয় হাজরা, রয়েল একাডেমির অধ্যক্ষ ড. সত্যব্রত দোলই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু তাঁর বক্তব্যে বলেন, “সমাজের সমস্ত স্তরের শিশু , কিশোরকে শিক্ষার আলোয় নিয়ে আসতে হবে। দু’বছর কোভিড এর জেরে সমাজের একটা অংশের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা এসেছে। তা ধীরে ধীরে কাটিয়ে তোলা হচ্ছে। যারা এখনও শিক্ষার আঙিনায় ফিরে আসেনি, তাদের ফিরিয়ে আনার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমাদের সকলকে।” দ্বিতীয় দিন ( অর্থাৎ, ২৩ ডিসেম্বর ২০২২) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গ্র্যান্ডমাস্টার (Grandmaster) ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই জানান, “আমাদের ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করে তাদের দক্ষতা প্রমাণ করছে নিয়মিত। পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীলতায়ও পিছিয়ে নেই। ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য আমরা স্ব-স্ব ক্ষেত্রে সফল এমন ব্যক্তিদের আহ্বান জানাই। এবার আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া। আমরা গর্বিত।”