দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: বর্ষা নাকি মিলনের ঋতু! যদিও, খাতায়-কলমে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরো বেশ কিছুদিন। তবে, জুনের ১১-তেই ‘বর্ষা’ এলো শহর মেদিনীপুরে! ‘দ্বন্দ্ব’ ভুলে ‘এক’ হলেন জুন-সুজয়। আজ অর্থাৎ রবিবার (১১ জুন) দুপুরে মেদিনীপুর শহরের নান্নুরচকে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় বৈঠকে ‘কাছাকাছি’ দেখা গেল মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা-কে। স্বাভাবিকভাবেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামীদিনের লোকসভা নির্বাচনের আগে এই ‘দৃশ্য’ দেখে উচ্ছ্বসিত দলের কর্মীরা। তাঁদের মতে, “দিদিই এক করলেন জুন-সুজয়’কে। তবে, অভিষেক দা’র ভূমিকাও অনস্বীকার্য।” তাঁরা এও মানছেন, “দীর্ঘদিন পর জেলা কার্যালয়ে এলেন জুন দি।”
দলের এই সচেতন কর্মীরা মনে করিয়ে দিচ্ছেন, শালবনীতে অনুষ্ঠিত (২৭ মে) নবজোয়ারের মঞ্চ থেকে দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) বলেছিলেন, “সুজয় তুমি কিন্তু জুনের সঙ্গে ভালো ব্যবহার করবে।” আর, তার পরের দিনই (২৮ মে) দলের জেলা নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছিলেন, “দ্রুত নিজেদের মধ্যে দূরত্ব মিটিয়ে বা ইগো সরিয়ে রেখে এক হয়ে কাজ করা শুরু করুন!” যদিও, বিধায়ক জুন মালিয়ার সঙ্গে তাঁর কোন দূরত্ব বা ভুল বোঝাবুঝি নেই বলে এর আগে একাধিকবার জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা। সম্প্রতি বেঙ্গল পোস্টকে তিনি জানিয়েছিলেন, “ওঁর (জুন মালিয়া) সঙ্গে শুধু নয়, আমি কখনোই কারুর সঙ্গে খারাপ ব্যবহার করিনি। করতেও পারিনা। তা সত্ত্বেও বড় দিদি যখন বলেছেন, তা আমাদের শুনতে হবে। তবে, জুন দিও আমার দিদির মতো। চেষ্টা করব দিদি ও ভাইয়ের সম্পর্ক যাতে আরো মজবুত হয়।”
উল্লেখ্য যে, গত সপ্তাহেও (মঙ্গলবার, ৬ জুন) মেদিনীপুর মেডিকেল কলেজে ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজয় হাজরা, দীনেন রায়, অজিত মাইতিদের বলে গিয়েছিলেন, “তোমরা সবাই মিলেমিশে কাজ করবে।” আর, তারপরই রবিবারের বৈঠকে ‘এক’ হলেন জুন-সুজয়-অজিত-শ্রীকান্ত-দীনেন সহ দলের শীর্ষ জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, রবিবার বেলা বারোটা-সাড়ে বারোটা নাগাদ তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই এই বৈঠক। জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ‘গ্রাম বাংলার মতামত’ এর মাধ্যমে উঠে আসা দলীয় প্রার্থীদের নাম বা তালিকা (বা, তথ্য) তাঁর প্রতিনিধিদের মাধ্যমে (বা, আই-প্যাকের সদস্যদের মাধ্যমে) দলীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেই সমস্ত নাম বা তালিকা নিয়ে আলোচনা করার পরই দলের জেলা নেতৃত্ব আগামীকাল বা পরশু (মঙ্গলবার) প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন। সেই বৈঠকেই দলের জেলা সভাপতি (সুজয় হাজরা), জেলা চেয়ারম্যান (দীনেন রায়), দুই সাংগঠনিক জেলার (মেদনীপুর ও ঘাটাল) আহ্বায়ক অজিত মাইতি সহ দলের সমস্ত শাখা সংগঠন ও ব্লক সভাপতিদের সঙ্গে উপস্থিত হয়েছেন শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া প্রমুখ। দলের এই অভ্যন্তরীণ বৈঠক নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কেউই। তবে, বৈঠক যে চলছে তা স্বীকার করে নিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক জেলা নেতা। এও জানা গেছে, দলের সমস্ত বিধায়ক ও ব্লক সভাপতিদের সঙ্গে আলোচনার পর সোমবার বা মঙ্গলবার দলের জেলা নেতৃত্বের তরফে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…