দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: শনিবার বিকেলে হঠাৎ-ই পশ্চিম মেদিনীপুরের জেলা সদর হাসপাতাল অর্থাৎ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অপারেশন থিয়েটারে (Operation Theatre) আগুন ঘিরে চাঞ্চল্য ছড়ালো। বিকেল ৫-টা নাগাদ ঘটনাটি ঘটে। অপারেশন থিয়েটারে সেই সময় চলছিল জটিল অস্ত্রোপচার। ওটি’র সামনেই থাকা ইলেকট্রিক বোর্ডে লেগে যায় আগুন! তবে, ওয়ার্ডে কর্মরত এক জিডিএ কর্মীর উপস্থিত বুদ্ধিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বিভাগে। তবে, দমকল পৌঁছনোর আগেই হাসপাতালের ওই কর্মীরা আগুন নিভিয়ে দেন ফায়ার এক্সটিঙ্গ্যুইস দিয়ে। পরে, পূর্ত দপ্তরের কর্মীরাও যান সেখানে।
জানা গিয়েছে, বিকেল ৫-টা নাগাদ অপারেশন থিয়েটারে তখন চলছিল অস্ত্রপাচার।ওটি-তে প্রবেশের ঠিক মুখেই একটি বিদ্যুতের বোর্ডে আগুন লেগে যায়। কর্মরত এক কর্মী আগুনের ফুলকি দেখতে পেয়ে তৎক্ষণাৎ আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলেও। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বলেন, “ওটি-তে ঢোকার মুখে একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের ফুলকি বেরোতে শুরু করে। হাসপাতালের এক কর্মী তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে দেয়। তবে, দমকলকে খবর দেওয়া হয়েছিল। আগুন ছড়িয়ে পড়েনি, অপারেশনের ক্ষেত্রে কোন সমস্যা তৈরি হয়নি।”