তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:’নবজাগরণের অগ্রদূত’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘জন্মভূমি’ মেদিনীপুরের (পশ্চিম মেদিনীপুরের) বীরসিংহ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তথা তাঁর শ্বশুরালয় ক্ষীরপাই এলাকায় অবস্থিত তাঁর স্ত্রী’র নামাঙ্কিত দীনময়ী প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলেই, ছুটির পর চলছে মদ্যপান সহ নানা অসামাজিক কাজকর্ম! ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে ঠিক এই অভিযোগই শুনতে হল শাসকদলের বিধায়ককে। তাও, আবার খোদ নিজেদের দলেরই (তৃণমূল কংগ্রেসের) কাউন্সিলরের কাছ থেকে। ঘটনাটি ক্ষীরপাই পৌরসভার ১ নং ওয়ার্ডের। ক্ষীরপাই পৌরসভায় স্থানীয় বিধায়ক অরূপ ধাড়া’র নেতৃত্বে রবিবার অনুষ্ঠিত হয় ‘দিদির সুরক্ষা কবচ’। এলাকার মানুষের অভিযোগ শুনতে ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দীনময়ী প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হন। আর, সেখানেই উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তি পন্ডিত। তিনি বিধায়ক অরূপ ধাড়া এবং পৌরপ্রধান দুর্গাশংকর পানের কাছে কাতর আর্জি জানালেন, অবিলম্বে শিক্ষাঙ্গনের পরিবেশ ফেরানো হোক!

thebengalpost.net
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে:

কাউন্সিলর সমাপ্তি পন্ডিত বলেন, তাঁর ১নং ওয়ার্ডে দুটি স্কুল। একটি লোকসভা সমিতি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যটি দীনময়ী প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য যে, দীনময়ী প্রাথমিক বিদ্যালয়টি মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পত্নীর নামানুসারে। ১নং নম্বর ওয়ার্ডেই বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরালয়। তাই, দীনময়ী প্রাথমিক বিদ্যালয়টি এলাকার মানুষের ভাবাবেগের সঙ্গে জড়িত। অভিযোগ, দু’টি স্কুলেই স্কুল বন্ধের পর মদ্যপান থেকে শুরু করে নানা অনৈতিক বা অসামাজিক কর্মকাণ্ড চলে। বিষয়টি নিয়ে তিনি (কাউন্সিলর) পৌরসভার চেয়ারম্যান সহ ক্ষীরপাই পুলিশ প্রশাসনের কাছে জানিয়েও কোন সুরাহা পাননি। তাই, এলাকার বিদ্যালয়ের পরিবেশ ফেরাতে সকলের সহযোগিতার প্রার্থনা করেন। এই বিষয়ে বিধায়ক অরুপ ধাড়া বলেন, “দিদির দূত কর্মসূচির লক্ষ্যই হল মানুষের অভাব অভিযোগ শোনা। আমরা ঘটনাটি শুনেছি। দ্রুত তার সমাধানের চেষ্টা করব।”