Midnapore News

Midnapore: ৫০ পেরিয়ে ৫১-তেও মানুষের পাশে মেদনীপুরের অনয়! এবারও নিজের জন্মদিনে হাসি ফোটালেন বিশেষভাবে সক্ষমদের মুখে, আয়োজন করলেন রক্তদান শিবিরেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: সামাজিক কাজকর্মের দৌলতেই শহর ছাড়িয়ে জেলার অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কর্নেলগোলার বাসিন্দা তথা ৯নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে মানুষের পাশে থেকেছেন। অতিমারী থেকে প্রাকৃতিক বিপর্যয়- এলাকাবাসীর এক ডাকে ছুটে যান অনয়। মানুষের পাশে থাকাটাই তাঁর নেশা, ভালোবাসা! বিভিন্ন সময়ে নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে সাথেই, গত কয়েক বছর ধরে নিজের জন্মদিনগুলোও তিনি স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছেন মানবসেবা তথা সমাজসেবার মধ্য দিয়ে। গত বছর নিজের ৫০-তম জন্মদিনে রক্তদান শিবির এবং বিশেষভাবে সক্ষম (বা, প্রতিবন্ধী) মানুষজনের হাতে ট্রাই সাইকেল, হুইল চেয়ার প্রভৃতি তুলে দিয়েছিলেন। রবিবার (৩০ জুলাই) নিজের ৫১-তম জন্মদিনেও তাই করলেন। সু-বিশাল এক রক্তদান শিবিরের আয়োজন এবং বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ানোর সাথে সাথেই, এদিন অবশ্য বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক দিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনও করেছিলেন অনয়।

রক্তদাতাদের হাতে উপহার তুলে দিচ্ছেন অনয় মাইতি সহ অন্যান্য অতথিরা :

রবিবার কর্নেলগোলা এলাকায় আয়োজিত এই শিবিরে ৭৫ জন রক্ত দান করেন। একাধিক দুঃস্থ এবং বিশেষভাবে সক্ষম (শারীরিক প্রতিবন্ধকতার শিকার) মানুষজনের হাতে তুলে দেওয়া হয়, ট্রাই সাইকেল (১টি), হুইল চেয়ার (৩টি) এবং ওয়াকার (২টি)। স্বাস্থ্য শিবির থেকেও উপকৃত হন শতাধিক মানুষজন। বিনামূল্যের এই শিবিরে রোগী দেখার জন্য উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডঃ ঐশী রায়। উপস্থিত চিকিৎসক এবং অতিথিদের সংবর্ধিত করা হয় এদিনের শিবিরে। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় উপহার। সকলের জন্য মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। অনয় জানান, “মানুষ মানুষের জন্য- এই আপ্ত বাক্যকে পাথেয় করেই এগিয়ে চলেছি। ৯ নং ওয়ার্ডের অসংখ্য বাসিন্দা সহ শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বরাবর। এবারও তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ থাকলাম। এদিনের শিবিরে যাঁরা রক্তদান করলেন, বিভিন্নভাবে সাহায্য করলেন এবং চিকিৎসক ও ব্লাড ব্যাংকের কর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রসঙ্গত উল্লেখ্য, আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনের লড়াইও করেছেন অনয়। তবে, ২০২২ সালের পৌর নির্বাচনে তিনি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। তা সত্ত্বেও থেমে নেই অনয়ের সমাজসেবা কিংবা মানুষের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা। এখানেই তিনি ব্যতিক্রমী- বলছেন ওয়ার্ডের বাসিন্দারাই।

উপহার তুলে দিচ্ছেন অনয় মাইতি সহ অন্যান্যরা :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

18 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

20 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago