Midnapore News

Midnapore: ৫০ পেরিয়ে ৫১-তেও মানুষের পাশে মেদনীপুরের অনয়! এবারও নিজের জন্মদিনে হাসি ফোটালেন বিশেষভাবে সক্ষমদের মুখে, আয়োজন করলেন রক্তদান শিবিরেরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জুলাই: সামাজিক কাজকর্মের দৌলতেই শহর ছাড়িয়ে জেলার অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কর্নেলগোলার বাসিন্দা তথা ৯নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন সমিতির সম্পাদক অনয় মাইতি। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে মানুষের পাশে থেকেছেন। অতিমারী থেকে প্রাকৃতিক বিপর্যয়- এলাকাবাসীর এক ডাকে ছুটে যান অনয়। মানুষের পাশে থাকাটাই তাঁর নেশা, ভালোবাসা! বিভিন্ন সময়ে নানা সামাজিক কর্মকাণ্ডের সাথে সাথেই, গত কয়েক বছর ধরে নিজের জন্মদিনগুলোও তিনি স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছেন মানবসেবা তথা সমাজসেবার মধ্য দিয়ে। গত বছর নিজের ৫০-তম জন্মদিনে রক্তদান শিবির এবং বিশেষভাবে সক্ষম (বা, প্রতিবন্ধী) মানুষজনের হাতে ট্রাই সাইকেল, হুইল চেয়ার প্রভৃতি তুলে দিয়েছিলেন। রবিবার (৩০ জুলাই) নিজের ৫১-তম জন্মদিনেও তাই করলেন। সু-বিশাল এক রক্তদান শিবিরের আয়োজন এবং বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ানোর সাথে সাথেই, এদিন অবশ্য বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক দিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনও করেছিলেন অনয়।

রক্তদাতাদের হাতে উপহার তুলে দিচ্ছেন অনয় মাইতি সহ অন্যান্য অতথিরা :

রবিবার কর্নেলগোলা এলাকায় আয়োজিত এই শিবিরে ৭৫ জন রক্ত দান করেন। একাধিক দুঃস্থ এবং বিশেষভাবে সক্ষম (শারীরিক প্রতিবন্ধকতার শিকার) মানুষজনের হাতে তুলে দেওয়া হয়, ট্রাই সাইকেল (১টি), হুইল চেয়ার (৩টি) এবং ওয়াকার (২টি)। স্বাস্থ্য শিবির থেকেও উপকৃত হন শতাধিক মানুষজন। বিনামূল্যের এই শিবিরে রোগী দেখার জন্য উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডঃ ঐশী রায়। উপস্থিত চিকিৎসক এবং অতিথিদের সংবর্ধিত করা হয় এদিনের শিবিরে। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় উপহার। সকলের জন্য মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। অনয় জানান, “মানুষ মানুষের জন্য- এই আপ্ত বাক্যকে পাথেয় করেই এগিয়ে চলেছি। ৯ নং ওয়ার্ডের অসংখ্য বাসিন্দা সহ শুভাকাঙ্ক্ষীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন বরাবর। এবারও তাঁদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ থাকলাম। এদিনের শিবিরে যাঁরা রক্তদান করলেন, বিভিন্নভাবে সাহায্য করলেন এবং চিকিৎসক ও ব্লাড ব্যাংকের কর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্রসঙ্গত উল্লেখ্য, আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার জন্য ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনের লড়াইও করেছেন অনয়। তবে, ২০২২ সালের পৌর নির্বাচনে তিনি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছেন। তা সত্ত্বেও থেমে নেই অনয়ের সমাজসেবা কিংবা মানুষের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা। এখানেই তিনি ব্যতিক্রমী- বলছেন ওয়ার্ডের বাসিন্দারাই।

উপহার তুলে দিচ্ছেন অনয় মাইতি সহ অন্যান্যরা :

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

3 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

4 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

1 week ago