thebengalpost.net
রিলস (প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: রিলস ভিডিও (Reels Video) তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করতেন স্ত্রী। এ নিয়ে স্বামীর সথে একাধিকবার অশান্তি হয়েছে। যা চরমে পৌঁছয় বুধবার (১০ জুলাই) রাতে। শেষমেশ স্বামীর মুখের উপরই স্ত্রী জানিয়ে দিয়েছিলেন, তিনি রিলস তৈরী করা ছাড়বেন না! গভীর দুঃখে, গভীর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামী। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হল। জেলা শহর মেদিনীপুরের এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে (পরিবারের সম্মানের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হল না)!

thebengalpost.net
রিলস (প্রতীকী ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে):

বৃহস্পতিবার দুপুরে পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে জানা যায়, ১৮ বছরের বিবাহিত জীবনে সন্তানদের (দুই ছেলে ও এক মেয়ে) নিয়ে সুখে-শান্তিতেই ছিলেন শহর মেদিনীপুরের বাসিন্দা সঞ্জয়-সুস্মিতা (দু’জনেরই নাম পরিবর্তিত)। শান্তির জীবনে ‘অশান্তি’ নিয়ে হাজির হয় রিলস (Reels)! ইদানিং নানা ভিডিও তৈরী করে সমাজমাধ্যমে পোস্ট করাই নাকি স্ত্রী সুস্মিতা (নাম পরিবর্তিত)-র ‘নেশা’ হয়ে দাঁড়িয়েছিল। এদিকে সন্তানরাও বড় হচ্ছে। স্বামীরও এতে চরম আপত্তি! সবমিলিয়ে মাঝেমধ্যেই হত অশান্তি। যা চরমে পৌঁছয় বুধবার রাতে! আর তাতেই ‘পৃথিবী’ ছাড়ার মত ‘হঠকারী’ সিদ্ধান্ত নিয়ে ফেলেন বছর ৪৫-র স্বামী সঞ্জয় (নাম পরিবর্তিত)। মুহূর্তেই সব শেষ! বুধবার গভীর রাতে দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ। এদিকে, ঘটনা ঘিরে শহর মেদিনীপুর সহ নেট-দুনিয়াতেও ভিন্ন ভিন্ন মত উঠে আসছে! এমন ঘটনা আর না ঘটুক, এমনটাই চাইছেন সকলে।