দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর (বা, জেলা শহর) মেদিনীপুরের কেরানিচটি থেকে ওল্ড এলআইসি’র মোড় পর্যন্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণের প্রাথমিক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার, সেই কাজই বৃহৎ পরিসরে শুরু করা হবে। আর সেজন্যই আগামী ২০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর অবধি, প্রায় ১ মাস ১০ দিন ধরে মেদিনীপুর শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার পশ্চিম মেদনীপুর জেলা প্রশাসনের (Paschim Medinipur District Administration) তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজের জন্য আগামী ২০ আগস্ট (২০২৪) থেকে ৩০ সেপ্টেম্বর (২০২৪) পর্যন্ত কেরানিচোটি থেকে ওল্ড এলআইসি’র মোড় অবধি যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ ও বিকল্প রাস্তা নির্ধারণ করা হয়েছে।

thebengalpost.net
বিদ্যাসাগর শিশু নিকেতনের সামনে:

এই বিকল্প ব্যবস্থাগুলি হল:
১) বাস, ট্রাক এবং অন্যান্য বড় যানবাহন কেরানিচোটি থেকে মেদিনীপুর শহরে ঢোকার ক্ষেত্রে কুইকোটা কালী মন্দির থেকে হেলিপ্যাড রোড ধরে শহরে প্রবেশ করবে।
২) ছোট গাড়ি যেমন অটো, ই-রিক্সা সহ দু’চাকার গাড়িগুলি কেরানিচটি থেকে গীর্জার মোড় পর্যন্ত আসতে পারবে। তারপর, গীর্জার মোড় অর্থাৎ বিদ্যাসাগর শিশু নিকেতন (VSN) স্কুলের কাছ থেকে গাড়িগুলিকে ডান দিকে অর্থাৎ স্কুলের সামনের রাস্তা দিয়ে মেদিনীপুর শহরে প্রবেশ করানো হবে।
৩)এই যাননিয়ন্ত্রণ করা হবে- আগামী ২০ আগস্ট, মঙ্গলবার (২০.০৮.২০২৪) থেকে ৩০ সেপ্টেম্বর (৩০.০৯.২০২৪) পর্যন্ত।

thebengalpost.net
চলছে জোরকদমে কাজ: