দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: করোনা বিধিনিষেধ কাটিয়ে প্রায় দু’বছর পর বাঙালি তার ‘শ্রেষ্ঠ উৎসব’ দুর্গাপূজা’র আনন্দ-উদ্দীপনায় মেতে উঠতে চলছে। আবারও রাস্তায় নামবে উৎসব পিপাসু মানুষের দল! বাদ যাবেনা পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর ও রেল শহর খড়গপুর-ও। আর, দুই শহরে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে মানুষ যাতে সমস্যায় না পড়েন, সে জন্য আগাম প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ প্রশাসনও। যানজট রুখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার অর্থাৎ ষষ্ঠীর দুপুর (১ অক্টোবর) থেকেই দুই শহরে অটো, টোটো, চারচাকা গাড়ি চলাচলে লাগাম টানা হয়েছে। তৃতীয়া অর্থাৎ বুধবার থেকেই শহরের মধ্যে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে। তবে, অত্যাবশকীয় পণ্যের গাড়িকে ছাড়পত্র দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়গপুর দুই শহরেই বিগ বাজেটের দুর্গাপুজোগুলি হয়ে থাকে। ষষ্ঠীর দিন থেকেই শহরে ঢল নামে দর্শনার্থীদের। জেলা তথা ভিন জেলার মানুষও দুর্গা পুজোয় এসে ভিড় করে। তাই, অটো, টোটো থেকে শুরু করে ব্যক্তিগত চারচাকা বা অন্য কোনও পণ্যবাহী গাড়ি যাতে শহরে যানজটের সৃষ্টি করতে না পারে। সেই জন্যই পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুপুর ৩ টা থেকে রাত্রি ১ টা পর্যন্ত মেদিনীপুর শহরে এবং দুপুর ১২ টা থেকে রাত্রি ২ টো পর্যন্ত খড়্গপুর শহরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ অক্টোবর, ষষ্ঠী’র দিন থেকে ৭ অক্টোবর (বিসর্জন) পর্যন্ত এই নিয়ম প্রযোজ্য হবে দুই শহরের জন্য। অপরদিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর দুপুর পর্যন্ত দুই শহরে পণ্যবাহী ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও, খড়গপুর সংলগ্ন খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক; খড়গপুর-মেদিনীপুর-ভাদুতলা-গড়বেতা এবং খড়গপুর-দাঁতন ৬০ নম্বর জাতীয় সড়ক; মেদিনীপুর-চন্দ্রকোনা রাজ্য সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী ভারী যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে, ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতার দিকে কোনো ভারী যানবাহন যেতে দেওয়া হবেনা বলেও জানা গেছে। কলকাতায় মুখ্যমন্ত্রীর পুজো কার্নিভালের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। সেজন্যই, জেলার প্রায় ১৫-টির বেশি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিকের নাকা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গাড়ি পার্ক করার জন্যও নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে জেলা পুলিশ। ডেবরা টোল প্লাজা, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, খেমাশুলি, আড়াবাড়ি, গোদাপিয়াশাল, রামজীবনপুর প্রভৃতি যায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ বলেন, “সাধারণ মানুষের কথা ভেবেই বিভিন্ন রুটে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, পুজোর সময় যাতে কোনও সড়ক দুর্ঘটনা না ঘটে, সেই বিষয়টি মাথায় রাখা হবে। একইসঙ্গে মহিলাদের নিরাপত্তার কথাও মাথায় রাখছে পুলিশ। কয়েক মাস আগেই মহিলা পুলিস কর্মীদের নিয়ে উইনার্স দল গঠন করেছে জেলা পুলিশ। পুজোর সময় তাদের রাস্তায় নামানো হবে। পুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তারজন্য আগাম সতর্ক রয়েছে জেলা পুলিশ প্রশাসন।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…