দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: হাতে গোনা আর ৫ দিন পরেই (২৫ মে) মেদিনীপুর লোকসভার নির্বাচন। বাড়ছে উত্তাপ, উত্তেজনা! রবিবার (১৯ মে) বিজেপি প্রার্থীর সমর্থনে খড়্গপুর শহরে জনসভা করে গিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (২০ মে) তৃণমূল প্রার্থীর সমর্থনে মেদিনীপুর শহরে মিছিল (পদযাত্রা) করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই এক সন্ধিক্ষণে, রবিবার রাতে দুই শহরে ঘটে গেল দু’টি চাঞ্চল্যকর ঘটনা! জেলা শহর মেদিনীপুরে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, খড়্গপুর শহরের উপকন্ঠে ৬নং জাতীয় সড়কের পাশে (সাহাচকে) একটি বেসরকারী হোটেলে অভিযান চালিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা উদ্ধার করল জেলা পুলিশ!

thebengalpost.net
মেদিনীপুর শহরের ঘটনাস্থল:

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেলে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠ থেকে দলীয় প্রার্থী জুন মালিয়া-র সমর্থনে একটি মিছিল করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাত থেকেই কলেজ কলেজিয়েট মাঠ সহ প্রায় গোটা শহরের দখল নিয়েছে পুলিশ। এর মধ্যেই, রবিবার রাত্রি সাড়ে ৯টা নাগাদ মেদিনীপুর শহরের ২ নং ওয়ার্ডের কুইকোটা সংলগ্ন আদিবাসী পাড়া এলাকায়, একটি বাইকে করে দুই যুবক এসে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে চলে যায় বলে এলাকাবাসীরা দাবি করেছেন। ঘটনায় কেউ হতাহত না হলেও, আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে! ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।

অন্যদিকে, রবিবার বিকেলে খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার কয়েক ঘন্টা পরই রবিবার রাত্রি ১০টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর শহরের উপকন্ঠে সাহাচক এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারী হোটেলে অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি দল। হোটেলের তিনতলার একটি রুমে, একটি লাগেজ ব্যাগ থেকে প্রায় ৩১ লক্ষ টাকা (৩০ লক্ষ টাকার বেশি বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে) উদ্ধার করা হয় বলে সূত্রের খবর। ওই রুমে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র বেশ কয়েকজন নেতা ছিলেন। ঘটনা ঘিরে রীতিমত শোরগোল ছড়িয়ে পড়ে! বেশ কিছুক্ষণ পরে পাশের ৩০৬ নম্বর ঘর থেকে বেরিয়ে আসেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি সুদাম পন্ডিত। তিনি বলেন, এটা দলের টাকা। প্রধানমন্ত্রীর সভার প্যান্ডেল সহ বিভিন্ন পেমেন্টের জন্য রাখা হয়েছিল। এদিকে, ঘটনার পরই, তৃণমূল কংগ্রেসের তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ফেসবুকে একটি ৩ মিনিটের ভিডিও সহ বিষয়টি পোস্ট করা হয়। দাবি করা হয়, “ভোটের আগে শুরু বিজেপির নোটের খেলা! খড়্গপুরের একটি হোটেলে জেলা পুলিশের তল্লাশি চলার সময়, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ বিজেপি নেতা সমিত মণ্ডলের কাছ থেকে পাওয়া গেল ৩৫ লক্ষেরও বেশি টাকা! ভোটের আগে এত টাকার হদিশ, স্পষ্টতই প্রমাণ করছে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা চলছে।” ঘটনায় পুলিশ ও শাসকদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি।

thebengalpost.net
টাকা উদ্ধার:

thebengalpost.net
খড়্গপুর শহরের হোটেলে টাকা উদ্ধার পুলিশের: