মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সময়ের দাবিতে মডেলিং এখন এক অন্যতম আকর্ষণীয় পেশা। আবার অনেকের কাছে তা ‘নেশা’ বা ভালোবাসাও। এই দুই টানেই বর্তমান সময়ে মফস্বলের অনেক পুরুষ-মহিলাই ছুটে যান রাজধানী কলকাতা কিংবা আরও দূরে। সমাজের ‘ভ্রুকুটি’ উপেক্ষা করে কবিগুরু’র মালতী-র (‘সাধারণ মেয়ে’ কবিতার) ‘স্বপ্নের’ মতো দু’পাশে শত শত ‘মুগ্ধ’ চোখের মাঝখান দিয়ে (র্যাম্পে) তাঁরা অবলীলায় হেঁটে যান! অনেকেই আবার সব দিক দিয়ে নিজেদের সমৃদ্ধ করেও, অপেক্ষায় থাকেন। এবার তাঁদের কথা ভেবেই শহর মেদিনীপুরে সেই ‘সুযোগ’ এনে দিয়েছেন অভিলাষ ও মৃণাল নামে (মেদিনীপুর শহরেরই বাসিন্দা) দুই যুবক। আর.পি এন্টারপ্রাইজ নামে তাঁদের দু’জনের তৈরি এক সংস্থা চলতি বছরের একেবারে শেষ লগ্নে (২৭ ডিসেম্বর) আয়োজন করতে চলেছে “দ্য সোয়াগ মডেল হান্ট সিজন- ২” (The Swag Model Hunt Season 2)। চলতি সপ্তাহের সোমবার মেদিনীপুর শহরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক বৈঠক করে অভিলাষ ও মৃণাল জানিয়েছেন, এটা তাঁদের দ্বিতীয় আয়োজন।
আগামী ২৭ ডিসেম্বর (২০২৩) পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের গীতাঞ্জলি মুক্তমঞ্চে এই ‘মডেল হান্ট’ বা বিউটি পেজেন্ট (সৌন্দর্য প্রতিযোগিতা) শো অনুষ্ঠিত হবে। যেখানে যুবক (Mr Swag), যুবতী (Ms Swag)-রা ছাড়াও শিশু (The Swag Kids) এবং গৃহবধূরাও (Mrs Swag) অংশ নিতে পারবেন। শিশুদের ক্ষেত্রে ন্যূনতম তিন বছর বয়স হলেই এই মডেল হান্টে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন সংস্থার তরফে অভিলাষ সিং রাজপুত ও মৃণাল পাল। তাঁদের সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সুপরিচিত মডেল বাসবদত্তা মন্ডল (কিডস মেন্টর), রিতম দাস (উঠতি মডেল), পূজা গাঁতাইত (মেকআপ আর্টিস্ট), নিরূপমা মালিক (মেকআপ আর্টিস্ট) প্রমুখ।
মৃণাল ও অভিলাষ এও জানাতে ভোলেননি, “এই সোয়াগ মডেল হান্টের মুখ্য আকর্ষণ হতে চলেছেন টলিউডের অভিনেতা ফাহিম মির্জা, ‘সুপার মডেল’ মাধবীলতা মিত্র, ফ্যাশন ডিজাইনার সঞ্জীব পাল, মেকআপ আর্টিস্ট সোমদত্তা মন্ডল, মেন্টর অভ্রনীল মালাকার প্রমুখ।” তাঁদের সংযোজন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করলেই, আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রুমিং ক্লাস করাচ্ছি। সেই ক্লাস ইতিমধ্যে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের অন্নপূর্ণা হোটেলে শুরু হয়েছে।” তাঁরা মনে করিয়ে দিয়েছেন, “এটা শুধু ফ্যাশন শো নয় যে কেবল শারীরিক সৌন্দর্য-ই দেখা হবে। এটা যেহেতু মডেল হান্ট বা বিউটি পেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতা; তাই সৌন্দর্যের সাথে সাথেই ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। তাই গ্রুমিং অত্যন্ত প্রয়োজন। নির্ধারিত মূল্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরই আমরা বিনামূল্যে গ্রুমিং এর ক্লাস করাচ্ছি।” তবে, ২৭ ডিসেম্বর অবশ্য বিনা রেজিস্ট্রেশনেও সমাজের বিভিন্ন স্তর থেকে লড়াই করে উঠে আসা বেশ কয়েকজন তরুণীকে র্যাম্পে হাঁটার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অভিলাষ। মৃণাল জানিয়েছেন, “ওই দিন (২৭ ডিসেম্বর) ট্রাইবাল বা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের র্যাম্পে হাঁটা এবং তাঁদের বাদ্যযন্ত্রের উপস্থাপনাও বিশেষ আকর্ষণ হতে চলেছে।” (রেজিস্ট্রেশনের নম্বর- 022-69711303)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…