দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: অবশেষে প্রায় চার দিন ‘নিখোঁজ’ (Missing) থাকার পর বাড়ি ফিরল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মুক্তেশ্বর মাহাত। আজ, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা নাগাদ জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে মুড়াডাঙা-তে নিজের বাড়িতে ফিরেছে সে। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মুক্তেশ্বরের বাবা-মা সহ আত্মীয়-স্বজন এবং সমগ্র জেলাবাসীই। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাত্রি ১১-টা ৩৪ মিনিট নাগাদ ‘আবাসিক’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের (হস্টেলের) পাঁচিল টপকে মুক্তেশ্বর পালিয়ে যায়! ৮ জানুয়ারি ভোরে তা জানতে পারেন স্কুল কর্তৃপক্ষ। এরপর, বাড়িতে খবর দেওয়ার সাথে সাথেই, থানাতেও ডায়েরি করা হয়। ছবি সহ পোস্ট করা হয় সমাজমাধ্যমে। আর, তারপর থেকেই বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রের পরিবার সহ প্রায় সমগ্র জেলাবাসীই মেধাবী ছাত্র মুক্তেশ্বরকে নিয়ে উদ্বেগে ছিলেন। তার নিখোঁজ সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যায়। কলকাতার নরেন্দ্রপুর থানা সহ রাজ্যে জুড়ে বিভিন্ন থানার তরফেই তল্লাশি অভিযান চলছিল। অবশেশে একপ্রকার স্বস্তিতে সবাই!

thebengalpost.net
বাড়ি ফেরার পর (ছবি ফেসবুক থেকে সংগৃহীত):

এদিকে, ৮ জানুয়ারি মুক্তেশ্বরকে দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে। আজ, ১১ জানুয়ারি তাকে দেখা যায় পাঁশকুড়া স্টেশনে। সেই সিসিটিভি ফুটেজও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাঁশকুড়া স্টেশন থেকে খড়্গপুর হয়ে মেদিনীপুরে পৌঁছয় সে। বাড়ি ফিরে মুক্তেশ্বর জানিয়েছে, বন্ধুদের কোন কথায় সে মনে ‘আঘাত’ পেয়েছিল! আর তাতেই কিশোর মুক্তেশ্বর এই কান্ড ঘটিয়ে বসে। প্রসঙ্গত, মুক্তেশ্বরের বাবা ললিত মাহাত এবং মা মুক্তি মাহাত দু’জনই পেশায় শিক্ষক। মুক্তেশ্বর-ও ছোট থেকেই মেধাবী। তাদের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের লক্ষ্মণপুর এলাকায়। মাওবাদী আন্দোলনের সময় মেদিনীপুর শহরে চলে আসে মুক্তেশ্বরের পরিবার। মেধাবী মুক্তেশ্বর পঞ্চম শ্রেণি থেকেই ‘আবাসিক’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাই, হঠাৎ করে সে এই ধরনের কান্ড ঘটিয়ে ফেলায় ‘হতবাক’ হয়ে গিয়েছিলেন তার পরিবার সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত অবশ্য নিজে থেকেই সে বাড়ি ফেরায় স্বস্তিতে সকলে। তার বাড়ি ফেরার খবর দিয়েছেন তার বাবা ললিত মাহাত স্বয়ং।

thebengalpost.net
পাঁশকুড়া স্টেশনে, ধরা পড়ে সিসিটিভি ফুটেজে: