দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: জল্পনা সত্যি করেই মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল (পাল)। তিনি আসানসোল দক্ষিণের বিধায়ক। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন এই ‘লড়াকু’ নেত্রী তথা স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার। এবার তাঁকেই পাঠানো হল স্বাধীনতা সংগ্রামের পীঠস্থানে! মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া-র বিরুদ্ধে লড়াই করবেন তিনি। জুন ২০২১ সাল থেকে মেদিনীপুর বিধানসভার বিধায়ক পদে আছেন। ফলে মেদিনীপুর এই মুহূর্তে তাঁর অনেকটাই চেনা ঘাঁটি। আবার, অভিনেত্রী থেকে নেত্রী হিসেবে একটা বড় অংশের কাছে বেশ জনপ্রিয়ও! সেই জুনের বিরুদ্ধে লড়াই করবেন বিজেপি-র ‘লড়াকু নেত্রী’, পেশায় ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা। ইতিমধ্যেই তিনি মেদিনীপুরের ‘বিদায়ী’ সাংসদ দিলীপ ঘোষের আশীর্বাদ নিয়েছেন! দিলীপ জানিয়েছেন, “মেদিনীপুরের মাটি তৈরিই রয়েছে। আমি সেটা করে রেখেছি। আর মানুষ ভোট দেবেন মোদীজিকে দেখে। আমি মনে করি শুধু লড়াই দেওয়া নয়, অগ্নিমিত্রার জয় নিশ্চিত!”
এদিকে, মেদিনীপুরের ‘বিদায়ী’ সাংসদ তথা ‘জঙ্গলমহলের ভূমিপুত্র’ দিলীপ ঘোষ-কে এবার পাঠানো হল বর্ধমান-দুর্গাপুর আসনে। এলাকার বিদায়ী সাংসদ এস.এস আলুয়ালিয়া-র পরিবর্তে এবার দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে প্রার্থী করা হল। আত্মবিশ্বাসী দিলীপ শোনালেন, “আমি যেখানে যাই জেতার জন্যই যাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে আমি ভোট চাইতে যাব। আর বিজেপির জেতা আসনে এ বার অনেক বেশি ব্যবধানে জিতব।’’ উল্লেখ্য যে, রবিবার সন্ধ্যায় বাংলার ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। প্রথম দফাতেও ১৯-টি আসনে প্রার্থী ঘোষণা (২০-টি ঘোষণা হলেও ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিং আসানসোল আসন থেকে নাম প্রত্যাহার করে নেন) করা হয়েছিল। রবিবারের তালিকা অনুযায়ী, কৃষ্ণনগর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজবাড়ির সদস্যা তথা ‘রাজমাতা’ অমৃতা রায়। কলকাতা দক্ষিণের প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী। প্রত্যাশিতভাবেই কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। তিনি লড়বেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে! ঠিক একইভাবে জল্পনাকে সত্যি করে ব্যারাকপুরে প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল থেকে ফেরা অর্জুন সিং।
অন্যদিকে, দার্জিলিংয়ে এবারও লড়বেন বিদায়ী সাংসদ রাজু বিস্তা। রায়গঞ্জে প্রার্থী হয়েছেন কার্তিক পাল। তমলুক থেকে ‘প্রাক্তন’ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়াই করবেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে। বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী হলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। আরামবাগের বিজেপি প্রার্থী হয়েছেন অরূপ কান্তি দিগার। দমদম কেন্দ্রে শীলভদ্র দত্তকে প্রার্থী করা হয়েছে। জঙ্গিপুরে বিজেপি প্রার্থী হলেন ধনঞ্জয় ঘোষ। বারাসতে প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার। বসিরহাটে প্রার্থী হলেন সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্র। জলপাইগুড়িতে প্রার্থী হয়েছেন ডঃ জয়ন্ত রায়। মথুরাপুরে প্রার্থী হয়েছেন অশোক পুরকাইত। উলুবেড়িয়ার প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। শ্রীরামরপুরে বিজেপি-র প্রার্থী হলেন কবীর শঙ্কর বোস। ঝাড়গ্রাম, আসানসোল, ডায়মন্ডহারবার ও বীরভূম আসনের প্রার্থী এই দফাতেও ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর, বসিরহাট সহ কোনো আসনের জন্যই বিবেচিত হননি প্রাক্তন আইপিএস তথা বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…