দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: আর জি মেডিক্যালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামল অবিভক্ত মেদিনীপুরের শিক্ষক সমাজ। দলমত নির্বিশেষে এদিন অবিভক্ত মেদিনীপুরের শিক্ষকরা জাতীয় পতাকা হাতে জেলা শহর মেদিনীপুরের রাজপথে এই মিছিলে সামিল হন। শনিবার বিকেল ৪টা নাগাদ ঐতিহাসিক মেদিনীপুর কলেজ কলেজিয়েট রোড থেকে এই মিছিলের সূচনা হয়। মিছিলের পুরোভাগে ছিলেন শিক্ষিকা সুনীতা দাস, পম্পা রায়, শিক্ষক প্রবীর মাইতি, সত্যেন কাপড়ি, শঙ্কর গুছাইত, নিরাপদ মাহাত প্রমুখ।
এই প্রতিবাদী মিছিল মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে ন্যায়বিচারের দাবিতে। একইসঙ্গে অপরাধীদের আড়াল করার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিও তোলেন শিক্ষক-শিক্ষিকারা। ‘অবিভক্ত মেদিনীপুরের শিক্ষক সমাজ’ ব্যানার আয়োজিত এই মিছিলে পশ্চিম মেদিনীপুর ছাড়াও পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার অসংখ্য শিক্ষক-শিক্ষিকার যোগ দিয়েছিলেন বলে উদ্যোক্তারা জানান। যদিও, এই মিছিলকে বিজেপি-র মিছিল বলে কটাক্ষ করা হয়েছে শাসকদল প্রভাবিত শিক্ষক সংগঠনের তরফে।