দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: টানা ২১ বছর ধরে শীতের পোশাক নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরে আসছেন পাঞ্জাবের লুধিয়ানার হুমায়ুন মালিক। এর আগে তাঁর বাবা আসতেন। বাবার মৃত্যুর পর তিনিই আসেন। বরাবরের মতোই পুরুষ, মহিলা ও শিশুদের জ্যাকেট, সোয়েটার, মাফলার, টুপি প্রভৃতি নিয়ে শহরের বিদ্যাসাগর হল (বিদ্যাসাগর স্মৃতি মন্দির) ও মেডিক্যাল কলেজের মাঝের গলিতে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন তিনি। অছে কম্বল বা ব্ল্যাঙ্কেটও।

thebengalpost.net
শুরু হয়েছে কেনাকাটা :

উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাঝের গলিতে এবার বসেছে ৩২-টি স্টল। গত ৩-৪ দিন আগে থেকেই স্টল চালু হয়ে গেলেও, সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই স্টলগুলির দায়িত্বে থাকা হুমায়ুন মালিক জানান, ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাঁদের ব্যবসা চলে। ৫০ জন স্থানীয় মানুষের কর্মসংস্থান হয় শীতের পোশাকের দোকানগুলিতে। সোমবার রাস পূর্ণিমার দিন থেকেই শুরু হয়েছে বিকিকিনি। একসঙ্গে হরেক রকমের শীতের পোশাক মেলায় খুশি শহর তথা জেলার বাসিন্দারাও।