Midnapore

Midnapore: দিলীপের ‘পরামর্শ’ আর মা সিদ্ধেশ্বরীর ‘আশীর্বাদ’ নিয়ে মেদিনীপুরের মির্জাবাজার থেকে প্রচার শুরু শুভজিতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: যাঁর হাত ধরে মেদিনীপুর তথা গোটা বাংলায় একসময় প্রভাব বিস্তার করেছিল বঙ্গ বিজেপি, সেই দিলীপ ঘোষের পা ছুঁয়েই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রচারাভিযান শুরু করলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় (বান্টি)। রবিবার সাত সকালেই খড়্গপুর শহরে দিলীপ ঘোষের বাংলোতে পৌঁছে যান বিজেপি প্রার্থী সহ মেদিনীপুরের কর্মীরা। দিলীপ ঘোষের আশীর্বাদ এবং পরামর্শ নেন শুভজিৎ। দলীয় কর্মীদের উজ্জীবিত করেন দিলীপও। রাগ-অভিমান ভুলে ‘এক’ হয়ে লড়াই করার বার্তা দেন। আর জি কর কাণ্ড সহ রাজ্য জুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে শাসকদলের উপর সাধারণ মানুষের ‘ক্ষোভ’-কে কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। উল্লেখ্য যে, মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের জন্য ইতিমধ্যেই ইনচার্জ বা পর্যবেক্ষক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে নিযুক্ত করেছে দল। আজ, দুপুরেই তাঁর পৌঁছে যাওয়ার কথা মেদিনীপুর শহরে। সেই সঙ্গে দিলীপ ঘোষও মেদিনীপুরের জন্য ‘সময়’ দেবেন বলে জানিয়েছেন। সবমিলিয়ে মেদিনীপুর-বিজেপি’র সুপরিচিত ‘মুখ’ শুভজিতকে জেতাতে বিজেপি-র দুই লবিই যে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত, প্রথম দিনই তার ইঙ্গিত মিলেছে!

খড়গপুর শহরে দিলীপ ঘোষের সঙ্গে:

খড়গপুর শহর থেকে ফিরেই মেদিনীপুর শহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী শুভজিৎ। এরপর একে একে বটতলা কালী মন্দির এবং মির্জাবাজার কালী মন্দিরেও পুজো দেন তিনি। উল্লেখ্য যে, শনিবার রাতেই মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের প্রার্থী হিসেবে শুভজিতের নাম ঘোষণা করা হয়। মেদিনীপুরে নির্বাচন আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। এখনও অবধি শাসকদল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা না করলেও, রবিবার সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী। মেদিনীপুর শহরের মির্জাবাজার থেকে এদিন প্রচার তথা জনসংযোগ শুরু করেছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। অনেকেই মনে করাচ্ছেন, ২২নং ওয়ার্ডের মির্জাবাজারেই মেদনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজয় হাজরা-র বাড়ি। সেজন্যই কি প্রথম দিনই মির্জাবাজারকে বেছে নিয়েছেন শুভজিৎ? বিজেপি প্রার্থীর অবশ্য দাবি, “কে প্রার্থী সেসব নিয়ে ভাবছিই না! মনে হল এখান থেকে শুরু করি, তাই করেছি।” মেদিনীপুর বিধানসভার প্রতিটি বাড়িতে পৌঁছনোই তাঁর লক্ষ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

মেদিনীপুর শহরের মির্জাবাজারে:

News Desk

Recent Posts

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 hour ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

1 day ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

2 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

4 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

5 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

6 days ago