দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: যত কাণ্ড সেই ফুলপাহাড়িতেই! মাস দুয়েক আগে (গত ১১ আগস্ট) সন্ধ্যার সময় মেদিনীপুর শহরের অদূরে ফুলপাহাড়ির ড্যামে (বা, আমড়াতলা ড্যামে) ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক ও তাঁর বান্ধবী। এবার সেই ড্যামে তলিয়ে গিয়ে মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক পড়ুয়া তথা হবু চিকিৎসকের! বৃহস্পতিবার বিকেল নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পড়ুয়ার মৃত্যু হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে। এও জানা গেছে, মৃত ওই পড়ুয়ার নাম সৌরভ কুমার। তিনি বিহারের বাসিন্দা ছিলেন বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে।

thebengalpost.net
ঘটনাস্থল :

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি আগস্ট মাসের সেই ভয়াবহ ঘটনার পর থেকে ওই এলাকায় গুড়গুড়িপাল থানার তরফে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। তবে, পুলিশি নজর এড়িয়েই বৃহস্পতিবার (৫ অক্টোবর) ফের সেই ফুলপাহাড়ি সংলগ্ন আমড়াতলার ড্যামে ঘুরতে গিয়ে এই কাণ্ড ঘটিয়ে ফেলেন মেদিনীপুর মেডিকেল কলেজের ওই পড়ুয়া! জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে ওই ড্যামে ‘লাফ’ দিয়ে তলিয়ে যান ওই পড়ুয়া তথা হবু চিকিৎসক। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পুলিশের তরফে ডুবুরি নামিয়ে তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৩টা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় ওই পড়ুয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে, সাড়ে তিনটা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

thebengalpost.net
বিজ্ঞাপন:

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে রীতিমতো জিন্স ও টিশার্ট পরে ড্যামের পাড় থেকে লাফ দেন ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গেই প্রবল বর্ষণে জলে টইটম্বুর (কানায় কানায় পূর্ণ) ড্যামে তলিয়ে যান ওই হবু চিকিৎসক। এরপরই, কর্তব্যরত দুই পুলিশকর্মী এবং স্থানীয়দের মারফত গুড়গুড়িপাল থানায় খবর যায়। দ্রুত বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। এরপর, ডুবুরিদের সাহায্য নিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়। আধঘন্টার মধ্যেই ওই হবু চিকিৎসককে উদ্ধার করেন স্থানীয় ডুবুরিরা। জানা যায়, ওই হবু চিকিৎসকের সঙ্গে তাঁর একাধিক সতীর্থ বা বন্ধু-বান্ধবীরা ছিলেন। শুক্রবার দুপুরে ওই এলাকায় ঘুরতে গিয়েছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই নাকি এই কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই মেডিক্যালের পড়ুয়া। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত পড়ুয়ার সতীর্থদের দাবি, স্নান করতে গিয়ে তলিয়ে যান তাঁদের বন্ধু। যদিও, সেই দাবি নস্যাৎ করে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন- উঁচু পাড় থেকে লাফ দিয়েছিলেন বলেই এই দুর্ঘটনা ঘটে! ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে।

thebengalpost.net
উদ্ধার:

thebengalpost.net
পাঠানো হয় হাসপাতালে :