দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: বিয়ে বাড়ি উপলক্ষে, বৃহস্পতিবার বিকেল থেকে নিজেদের বাড়িতে ছিলেন না। গতকাল অর্থাৎ রবিবার (৪ ফেব্রুয়ারি) সাত সকালে বাড়িতে ফিরে মাথায় হাত শহর মেদিনীপুরের অট্ট পরিবারের! দেখেন একটি ঘরের জানালা ভাঙা। গ্রিলের একটা অংশ বেঁকে রয়েছে। এরপরই, দৌড়ে বাড়িতে ঢুকে গৃহকর্তা নীলকমল অট্ট এবং গৃহকর্ত্রী প্রণতি অট্ট দেখেন, গোটা ঘরের লন্ডভন্ড দশা! বিছানাপত্র এলোমেলো। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। তিন-তিনটি আলমারি ভাঙা! বাড়িতে দামি আসবাব, জামাকাপড়, বেডশিট, শীতের পোশাক সহ প্রায় কিছুই অবশিষ্ট নেই। মেদিনীপুর শহরের ১নং ওয়ার্ডের তোড়াপাড়া এলাকার (সুকুমার সেনগুপ্ত পল্লী) নীলকমলের অভিযোগ, চোরেরা আলমারি ভেঙে ১৫ ভরির রুপোর গয়না, নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গেছে।

thebengalpost.net
জানালা ভাঙা:

গৃহকর্ত্রী প্রণতি বলেন, সোনাদানা, শীতের পোশাক, বেডশিট সহ সর্বস্ব তো চুরি গিয়েইছে; রান্নাঘর থেকে ৫ লিটার সরষের তেল, ২০০ গ্রাম পোস্তও নিয়ে গিয়েছে চোরেরা। তিনি এও বলেন, “শুধু কি তাই? ফ্রিজ খুলে জল খেয়েছে। তারপর মিষ্টি, চকলেট খেয়ে, ছড়িয়ে-ছিটিয়ে গিয়েছে।” ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে মেদিনীপুর শহরের কোতোয়ালী থানার পুলিশ। ইতিমধ্যে, লিখিত অভিযোগও দায়ের করেছে অট্ট পরিবার। এমনভাবে ‘সর্বস্ব’ লুট করা চোরের দলকে অবিলম্বে পাকড়াও করুক পুলিশ, দাবি তুলেছেন শহরবাসীও।

thebengalpost.net
সর্বস্ব লুট: