Midnapore

গত ৫০ বছরে জমা হয়েছিল মেদিনীপুরের দেড় লক্ষ মেট্রিক টন জঞ্জাল! ৭ মাসের মধ্যে ধর্মা জাতীয় সড়ক এলাকা হবে দুর্গন্ধ ও দূষণমুক্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: গত ৫০ বছরেরও বেশি সময় ধরে মেদিনীপুর শহরের দেড় লক্ষ মেট্রিক টন জঞ্জাল জমা হয়েছিল শহরের ধর্মা সংলগ্ন ৬০ নং জাতীয় সড়কের ধারে ডাম্পিং গ্রাউন্ডে। এবার, কলকাতা মেট্রপলিটন ডেভেলপম্যান্ট অথরিটির (KMDA) সাহায্য নিয়ে তা ধংস করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ মাসের মধ্যে জঞ্জাল মুক্ত ও দূষণমুক্ত হবে ওই এলাকা। দুর্গন্ধমুক্ত হবে জাতীয় সড়ক। সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেমের মাধ্যমে গত কয়েক মাস ধরে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন সৌমেন খান।

আবর্জনার‌ পাহাড় :

উল্লেখ্য যে, ১৮৬৫ সাল প্রতিষ্ঠিত প্রায় দেড় শতাধিক বৎসর প্রাচীন মেদিনীপুর পৌরসভা এলাকার সমস্ত নোংরা-আবর্জনা জমা করা হত শহরের প্রান্তে ধর্মা এলাকায় ৷ গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এভাবেই জমা হয়েছিল দেড় লক্ষ মেট্রিকটন আবর্জনা! মেদিনীপুর পৌর এলাকার ২৫ টি ওয়ার্ডের প্রায় আড়াই লক্ষ বাসিন্দাদের আবর্জনা গত পঞ্চাশ বছর ধরে ফেলা হচ্ছে মেদিনীপুর শহরের পাশে ধর্মা এলাকাতে, জাতীয় সড়কের পাশে প্রায় সাড়ে এগারো একর জমির ওপরে ৷ দীর্ঘদিন ধরে সেই ময়লা জঞ্জাল জমে পাহাড়ের আকার হয়ে গিয়েছিল! এই পাহাড় থেকেই ছড়াচ্ছিল দূষণ আর দুর্গন্ধ! ধর্মার ওই অংশে জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় তা টের পেতেন সকলেই। পাশপাশি, ওই এলাকার অনেক জমির মালিক তাদের জমি ব্যাবহার করতে যেমন পারছিলেন না! অনেকে বাড়ি নির্মান করেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেও গিয়েছেন অনেকে। অবশেষে, বছরখানেক আগে পৌরসভার পক্ষ থেকে দরবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে চালু হয় সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। গত কয়েকমাস ধরে উন্নত মেশিনপত্র দিয়ে কাজ করে বর্তমানে ৩৫ শতাংশ আবর্জনা মুক্ত হয়েছে ওই এলাকা।

জঞ্জালমুক্ত হবে আগামী ৭ মাসের মধ্যে :

পৌরসভার আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৭ মাসের মধ্যে মেদিনীপুর শহরের ৫০ বছরের আবর্জনা সম্পূর্ণ পরিষ্কার হবে। একটি সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে KMDA। বিদেশী মেসিনের সাহায্যে আবর্জনাকে বিভিন্ন রকমের মান অনুযায়ী ভাগ করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। সেখান থেকে প্লাস্টিক জাতীয় সামগ্রী বিভিন্ন কোম্পানীকে দেওয়া হচ্ছে। জৈব সার ছাড়াও বিশেষ মাটিও আলাদা করে সরবরাহ চলছে। মেদিনীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক রানা বলেন, আগামী ৬ মাসের মধ্যে পুরো মাঠ পরিষ্কার করে, বাড়তি মাঠে বিশেষ একটি উদ্যান তৈরী করবে মেদিনীপুর পৌরসভা। প্রায় ৫০ বছরের অধিক সময় ধরে জমা আবর্জনা মুক্তির খবরে স্বস্তিতে পৌরবাসী! পৌর এলাকার দূষণ কমার সাথে সাথে, জাতীয় সড়কটিও “দুর্গন্ধমুক্ত” হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সব মহল।

KMDA র সাহায্যে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেমের কাজ :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

10 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

17 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago