দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: লাদাখ ম্যারাথনে প্রথম স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্যামাপদ দাস। ১১,১৫৫ ফুট উচ্চতায় সমস্ত প্রাকৃতিক বাধা ও প্রতিকূলতা-কে জয় করে চ্যাম্পিয়ন হয়েছেন বছর ৫০-এর শ্যামাপদ। উল্লেখ্য যে, এই ম্যারাথনে অংশ নেওয়াই ছিল সমুদ্র উপকূলীয় এলাকায় থাকা শ্যামাপদ দাসের কাছে চ্যালেঞ্জের। সঙ্গে ছিল আর্থিক বাধাও। মেদিনীপুর শহরের বিভিন্ন ক্লাব, সংগঠন এবং ব্যবসায়ীদের সহায়তায় সেই সমস্ত বাধা অতিক্রম করে লাদাখে পৌঁছেছিলেন পেশায় এনভিএফ কর্মী শ্যামাপদ। সারা পৃথিবীর ২০ টি দেশের ২ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। ৩ ঘন্টা ২১ মিনিটে ৪২ কিলোমিটার দৌড়ে সকলকে পিছনে ফেলে দেন ‘মেদিনীপুরের গর্ব’ শ্যামাপদ।

thebengalpost.net
শ্যামাপদের ম্যারাথন জয় :

তাঁর এই সাফল্যে খুশি সকলে আপামর মেদিনীপুর বাসী। স্বর্ণ পদক সহ নগদ ২০ হাজার টাকার পাশাপাশি বহু উপহার পেয়েছেন শ্যামাপদ। তাঁকে এই ম্যারাথনে অংশগ্রহণের জন্য উৎসাহ জুগিয়েছিলেন মেদিনীপুর শহরের তরুণ সংঘ ক্লাবের তপন ভকত, নন্দ ভকত, শান্তনু চক্রবর্তী প্রমুখ। শুক্রবার রাতে ক্লাবে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় ক্লাবের তরফ। এদিন, সম্প্রতি একটি ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া মহিলা ফুটবল দলকেও সংবর্ধনা দেওয়া হয়।

thebengalpost.net
ক্লাবের সদস্যদের সঙ্গে শ্যামাপদ:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement) :