Midnapore

Midnapore: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী ‘ভূমিপুত্র’ শুভজিৎ রায়! রবিতেই ঘোষণা শাসকদলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভা উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার রাত্রি ৮টা নাগাদ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রার্থী ঘোষণা করা হয়। মেদিনীপুর বিধানসভাতে প্রার্থী করা হয়েছে জেলা শহরেরই ‘ভূমিপুত্র’ তথা পেশায় আইনজীবী শুভজিৎ রায় (বান্টি)-কে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক জেলা BJP-র সাধারণ সম্পাদক পদে রয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ এই নেতা। সম্প্রতি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হয়ে উঠেছেন তিনি। একসময়, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তেও ছিলেন শুভজিৎ ওরফে বান্টি। সঙ্ঘ ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে জেলা, রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও মেদিনীপুর শহরের নেতা হিসেবে শুভজিৎ অত্যন্ত সুপরিচিত।

প্রার্থী ঘোষণা হওয়ার পর:

এদিন নাম ঘোষণা হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভজিৎ জানিয়েছেন, “লোকসভা নির্বাচনে (২০২৪) মেদিনীপুর বিধানসভা থেকে খুব অল্প ভোটে (৬ হাজারের কিছু বেশি ভোটে) লিড পেয়েছিল তৃণমূল। তাই এই আসনটা এবার আমরা জিতব। সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, আমার উপর আস্থা রাখার জন্য।” শুভজিতের সংযোজন, “আমরা জানি, শুধু তৃণমূল নয়, আমাদেরকে পুলিশ ও সন্ত্রাসের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তবে আমরা প্রস্তুত।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর জেলা আদালতের এই আইনজীবী তথা জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক। ২০২২ সালের পৌর নির্বাচনেও নিজের ৬নং ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে, তৃণমূলের গোলকবিহারী মাঝির কাছে ৬০০-র কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিল শুভজিৎ।

জেলা কার্যালয় বৈঠক:

অন্যদিকে, শাসকদলের তরফে আগামীকাল অর্থাৎ রবিবার (২০ অক্টোবর) প্রার্থী ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, মেদিনীপুরে প্রার্থী হতে চলেছেন মেদিনীপুর শহরের আরেক ‘ভূমিপুত্র’ তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। সেক্ষেত্রে, দুই ভূমিপুত্রের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরবাসী। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা থেকে মাত্র ৬ হাজার ভোটে এগিয়ে ছিলেন জুন মালিয়া। তবে কি লড়াই ‘হাড্ডাহাড্ডি’ হবে? জেলা তৃণমূলের এক নেতা এদিন রাতে বলেন, “জয় অনেক সহজ হল!” অপরদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস বলেন, “আমাদের সবার প্রিয় ‘ভূমিপুত্র’ ও লড়াকু নেতা শুভজিৎ রায় ওরফে বান্টি প্রার্থী হয়েছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে অন্তত ৫০ হাজার ভোটে আমরা জিতব।” তৃণমূল কর্মীরা অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। আপাতত তাঁরা শুধু ‘নিজেদের’ প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায়!

বিজেপি-র প্রার্থীরা:

News Desk

Recent Posts

Medinipur: উঠোনে খেলতে খেলতে হঠাৎ পুকুরে নেমে পড়ে ফুটফুটে দুই শিশুকন্যা; নিমেষের মধ্যেই সব শেষ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পাশাপাশি বাড়ি। একজনের বয়স পাঁচ। আরেকজনের ছয়।…

7 hours ago

Paschim Medinipur: শুরু হয়েছিল ৩৫ জন দিয়ে; রক্তদান শিবিরের ১৭তম বর্ষে ৪০০ জন রক্ত দিলেন পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের রামভদ্রপুর আদর্শ মুক্তাঙ্গন ক্লাবের…

8 hours ago

Midnapore: এক ছাতার তলায় অনেক কিছু! অত্যাধুনিক স্টুডিও-র উদ্বোধন হল মেদিনীপুর শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুরের, ১৯ অক্টোবর: সময়ের সাথে সাথে বদলাচ্ছে মানুষের চাহিদা, পছন্দ কিংবা…

11 hours ago

Laxmi Puja: মা লক্ষ্মীর কাছে কন্যা ‘তিলোত্তমা’র জন্য বিচার চাইলেন মেদিনীপুরের রমাপ্রসাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ!…

2 days ago

Midnapore: মেদিনীপুর বিধানসভার একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী, থাকবে CCTV ক্যামেরাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: মঙ্গলবার (১৫ অক্টোবর) উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে…

2 days ago

Midnapore: টিউশন পড়ে বাড়ি ফিরছিল, সজোরে ধাক্কা পিকাপ ভ্যানের! কোজাগরীর পরের দিনই লক্ষ্মী-বিদায় পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: টিউশন পড়া শেষ করে নিজের সাইকেল নিয়ে…

2 days ago