Midnapore

Midnapore: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী ‘ভূমিপুত্র’ শুভজিৎ রায়! রবিতেই ঘোষণা শাসকদলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভা উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার রাত্রি ৮টা নাগাদ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রার্থী ঘোষণা করা হয়। মেদিনীপুর বিধানসভাতে প্রার্থী করা হয়েছে জেলা শহরেরই ‘ভূমিপুত্র’ তথা পেশায় আইনজীবী শুভজিৎ রায় (বান্টি)-কে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক জেলা BJP-র সাধারণ সম্পাদক পদে রয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ এই নেতা। সম্প্রতি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হয়ে উঠেছেন তিনি। একসময়, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তেও ছিলেন শুভজিৎ ওরফে বান্টি। সঙ্ঘ ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে জেলা, রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও মেদিনীপুর শহরের নেতা হিসেবে শুভজিৎ অত্যন্ত সুপরিচিত।

প্রার্থী ঘোষণা হওয়ার পর:

এদিন নাম ঘোষণা হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভজিৎ জানিয়েছেন, “লোকসভা নির্বাচনে (২০২৪) মেদিনীপুর বিধানসভা থেকে খুব অল্প ভোটে (৬ হাজারের কিছু বেশি ভোটে) লিড পেয়েছিল তৃণমূল। তাই এই আসনটা এবার আমরা জিতব। সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, আমার উপর আস্থা রাখার জন্য।” শুভজিতের সংযোজন, “আমরা জানি, শুধু তৃণমূল নয়, আমাদেরকে পুলিশ ও সন্ত্রাসের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তবে আমরা প্রস্তুত।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর জেলা আদালতের এই আইনজীবী তথা জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক। ২০২২ সালের পৌর নির্বাচনেও নিজের ৬নং ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে, তৃণমূলের গোলকবিহারী মাঝির কাছে ৭০০-র কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিল শুভজিৎ।

জেলা কার্যালয় বৈঠক:

অন্যদিকে, শাসকদলের তরফে আগামীকাল অর্থাৎ রবিবার (২০ অক্টোবর) প্রার্থী ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, মেদিনীপুরে প্রার্থী হতে চলেছেন মেদিনীপুর শহরের আরেক ‘ভূমিপুত্র’ তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। সেক্ষেত্রে, দুই ভূমিপুত্রের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরবাসী। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা থেকে মাত্র দু’হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে ছিলেন জুন মালিয়া। তবে কি লড়াই ‘হাড্ডাহাড্ডি’ হবে? জেলা তৃণমূলের এক নেতা এদিন রাতে বলেন, “জয় অনেক সহজ হল!” অপরদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস বলেন, “আমাদের সবার প্রিয় ‘ভূমিপুত্র’ ও লড়াকু নেতা শুভজিৎ রায় ওরফে বান্টি প্রার্থী হয়েছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে অন্তত ৫০ হাজার ভোটে আমরা জিতব।” তৃণমূল কর্মীরা অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। আপাতত তাঁরা শুধু ‘নিজেদের’ প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায়!

বিজেপি-র প্রার্থীরা:

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

1 day ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

1 day ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

4 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

4 days ago