দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: মেদিনীপুর সহ রাজ্যের ৬টি বিধানসভা উপ-নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। শনিবার রাত্রি ৮টা নাগাদ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রার্থী ঘোষণা করা হয়। মেদিনীপুর বিধানসভাতে প্রার্থী করা হয়েছে জেলা শহরেরই ‘ভূমিপুত্র’ তথা পেশায় আইনজীবী শুভজিৎ রায় (বান্টি)-কে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক জেলা BJP-র সাধারণ সম্পাদক পদে রয়েছেন সঙ্ঘ ঘনিষ্ঠ এই নেতা। সম্প্রতি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন নেতা হয়ে উঠেছেন তিনি। একসময়, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বৃত্তেও ছিলেন শুভজিৎ ওরফে বান্টি। সঙ্ঘ ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে জেলা, রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও মেদিনীপুর শহরের নেতা হিসেবে শুভজিৎ অত্যন্ত সুপরিচিত।

thebengalpost.net
প্রার্থী ঘোষণা হওয়ার পর:

এদিন নাম ঘোষণা হওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভজিৎ জানিয়েছেন, “লোকসভা নির্বাচনে (২০২৪) মেদিনীপুর বিধানসভা থেকে খুব অল্প ভোটে (৬ হাজারের কিছু বেশি ভোটে) লিড পেয়েছিল তৃণমূল। তাই এই আসনটা এবার আমরা জিতব। সেই সঙ্গে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ থাকব, আমার উপর আস্থা রাখার জন্য।” শুভজিতের সংযোজন, “আমরা জানি, শুধু তৃণমূল নয়, আমাদেরকে পুলিশ ও সন্ত্রাসের বিরুদ্ধেও লড়াই করতে হবে। তবে আমরা প্রস্তুত।” এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী হয়েছিলেন মেদিনীপুর জেলা আদালতের এই আইনজীবী তথা জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক। ২০২২ সালের পৌর নির্বাচনেও নিজের ৬নং ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে, তৃণমূলের গোলকবিহারী মাঝির কাছে ৬০০-র কিছু বেশি ভোটে পরাজিত হয়েছিল শুভজিৎ।

thebengalpost.net
জেলা কার্যালয় বৈঠক:

অন্যদিকে, শাসকদলের তরফে আগামীকাল অর্থাৎ রবিবার (২০ অক্টোবর) প্রার্থী ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, মেদিনীপুরে প্রার্থী হতে চলেছেন মেদিনীপুর শহরের আরেক ‘ভূমিপুত্র’ তথা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। সেক্ষেত্রে, দুই ভূমিপুত্রের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকবেন শহরবাসী। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, লোকসভা নির্বাচনে মেদিনীপুর বিধানসভা থেকে মাত্র ৬ হাজার ভোটে এগিয়ে ছিলেন জুন মালিয়া। তবে কি লড়াই ‘হাড্ডাহাড্ডি’ হবে? জেলা তৃণমূলের এক নেতা এদিন রাতে বলেন, “জয় অনেক সহজ হল!” অপরদিকে, জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস বলেন, “আমাদের সবার প্রিয় ‘ভূমিপুত্র’ ও লড়াকু নেতা শুভজিৎ রায় ওরফে বান্টি প্রার্থী হয়েছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে অন্তত ৫০ হাজার ভোটে আমরা জিতব।” তৃণমূল কর্মীরা অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। আপাতত তাঁরা শুধু ‘নিজেদের’ প্রার্থীর নাম ঘোষণার অপেক্ষায়!

thebengalpost.net
বিজেপি-র প্রার্থীরা: