দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: এর একবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বুকে মধুচক্রের অভিযোগ উঠল! মাস কয়েক আগে শহরের গিরিধারি চকের একটি বাড়ি থেকে বেশ কয়েকজন মহিলা’কে উদ্ধার করা হয়েছিল এবং বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছিল। এবার, শহরের সিপাই বাজারেও একই অভিযোগ তুললেন, স্থানীয় বাসিন্দারা। এরপরই, ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালী থানার পুলিশ। এক তরুণী’কে উদ্ধার করে পুলিশ। ওই বাড়িটি কারা ভাড়া নিয়েছিল, পুলিশ খোঁজ চালাচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিপাই বাজার এলাকার একটি বাড়ি থেকে এক তরুনী’কে কাঁদতে কাঁদতে বেরোতে দেখেন স্থানীয় কয়েকজন। তারপরই তাঁরা ওই তরুণী’কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই বাড়িতে তাঁকে ডেকে এনে তাকে কু-প্রস্তাব দেওয়া হয়েছিল! স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে ওই তরুণী’কে উদ্ধার করে নিয়ে যায়। ওই বাড়িটি কোনো এক হাতুড়ে চিকিৎসক ভাড়া নিয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। তার দিকেই অভিযোগের আঙুল উঠেছে! স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ওই বাড়িতে বাইরের মেয়েদের যাতায়াত ছিল! পুলিশে জানানো হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা শহরের এই ঘটনায় প্রশ্ন তুলেছেন অনেকেই!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শান্তি আর সৌন্দর্যের দেশ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: জেলার হস্তশিল্পীদের উৎসাহিত করতে অভিনব উদ্যোগ! শুক্রবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর: "মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনেই পৌরসভার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: জন্ম থেকেই 'নির্বাক' (মুক/বোবা) দু'জনই। মার্ক জুকারবার্গ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পুরুলিয়া, ২৫ ডিসেম্বর: কিছুতেই বাগে আসছেনা বাঘিনী জিনাত (Tigress Zinat)। বড়দিনেও…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে নতুন…