Midnapore

Midnapore: বড়দিনে প্রায় লক্ষ টাকা আয় গোপগড় ইকোপার্কের! রেকর্ড ভিড় শিশু উদ্যান সহ মেদিনীপুর শহরের সবকটি পার্কেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: বড়দিনে ‘লক্ষ্মীলাভ’ জেলা শহর মেদিনীপুরের পার্কগুলির! গতকাল অর্থাৎ সোমবার (২৬ ডিসেম্বর) রেকর্ড সংখ্যক মানুষ শহরের পার্কগুলিতে ভিড় জমান বলে বনদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন সূত্রে জানা গেছে। শহরের উপকন্ঠে অবস্থিত গোপগড় ইকোপার্কে (Gopegarh Heritage and Nature Eco Tourism Centre) সোমবার প্রায় ৮৮ হাজার টাকার টিকিট বিক্রি হয় বলে জানা গেছে বনদপ্তর সূত্র। প্রায় ৮ হাজারের বেশি মানুষ গতকাল এই পার্কে ভিড় জমিয়েছিলেন পিকনিক সহ বড়দিন বা ক্রিসমাসের আনন্দ উদযাপনের উদ্দেশ্যে। উল্লেখ্য যে, এই ‘হেরিটেজ’ ইকোপার্ক-টি মেদিনীপুর বনবিভাগের গোপগড় বিটের পক্ষ থেকে দেখভাল করা হয়। সুবিশাল এই ইকোপার্ক ঘিরে নানা পৌরাণিক (মহাভারতের বিরাট রাজাদের) ও ঐতিহাসিক (ওড়িশার রাজা বিরাট গুহ’র) কাহিনী প্রচলিত। ২০০০ সালের ডিসেম্বর মাসে চালু হওয়া এই পার্কটির যাতে আরো সৌন্দর্য বৃদ্ধি ও সংস্কারের কাজ করা হয় সেই দাবি তুলেছেন পার্কে বেড়াতে আসা মানুষজন।

শিশু উদ্যানে ভিড় :

অন্যদিকে, সরাসরি মহকুমা প্রশাসনের তরফে দেখভাল করা হয় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শ্রী অরবিন্দ শিশু উদ্যান বা বিনোদন পার্কটির। বছর দুয়েক আগে আমূল সংস্কার করা হয়েছিল শিশু উদ্যান নামে পরিচিত এই বিনোদন পার্কের। তারপর থেকে বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হয় এই পার্কটি। কাজেই এই পার্ক বা শিশু উদ্যান থেকে ‘লক্ষ্মীলাভ’ ভালোই হয় প্রশাসনের। যদিও, সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের মাত্র ২ বছরের মধ্যেই এই পার্কের ‘দৈন্যদশা’ ঘিরে সরব শহরবাসী! সম্প্রতি পার্কে থাকা দু’টি ময়ূরের মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে একটি এমু পাখিরও। এমনকি, নতুন করে বিশেষ পশুপক্ষী আনা হয়নি বলেও অভিযোগ একাংশ শহরবাসীর। বন্ধ হয়ে গিয়েছে থ্রিডি মুভি দেখানোও। অন্যদিকে, কিছুদিন আগে অতিরিক্ত হয়ে যাওয়া খরগোশ নিলামের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পার্ক কর্তৃপক্ষের তরফে। খরগোশ ছাড়াও এই পার্ক বা শিশু উদ্যানে আছে হরিণ, সাদা ইঁদুর, গিনিপিগ, সাদা পায়রা, রাজহাঁস, বদ্রী পাখি প্রভৃতি। সোমবার এই পার্ক বা শিশু উদ্যানেও রেকর্ড ভিড় হয় বলে প্রশাসনের একটি সূত্রে জানা গেছে। বহু বছর পর পার্কে ঢোকার জন্য লাইনও লক্ষ্য করা গেছে বিকেল তিনটের পর থেকে। এছাড়াও, সকাল থেকে একাধিক দল পিকনিকও করেছে শ্রী অরবিন্দ শিশু উদ্যানে। সবমিলিয়ে বড়দিনে এই পার্কে প্রায় ৫ হাজার মানুষের সমাগম হয় বলে জানা গেছে।

শহরের মোহনপুর ব্রিজ বা বীরেন্দ্র সেতু সংলগ্ন ক্ষুদিরাম পার্কেও সোমবার ৫-৬ হাজার মানুষের ভিড় হয় বলে সূত্রের খবর। এই পার্কেও বোটিং সহ বিভিন্ন পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের দাবি করেছেন পার্কে আসা পর্যটকরা। শহরের পুলিশ লাইন পার্ক বা সুকুমার সেনগুপ্ত বিনোদন পার্কেও ৫-৬ হাজার মানুষের সমাগম হয় সোমবার। সেখানেও এখন টয়-ট্রেন পরিষেবা বন্ধ থাকায় হতাশ পর্যটকরা! শহরের উপকন্ঠে কংসাবতী নদী তীরবর্তী ডাকবাংলো রোডের বিদ্যাসাগর পার্কেও রেকর্ড সংখ্যক ভিড় হয় গতকাল। এই তিনটি পার্ক দেখভালের দায়িত্বেই আছে বনদপ্তরের অধীন পার্ক অ্যান্ড গার্ডেন সংস্থা। তবে, শহরের সবকটি পার্কেরই যে আধুনিকীকরণ ও সংস্কার প্রয়োজন, তা মানছেন প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরাও।

গোপগড় ইকোপার্কে :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

6 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

11 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago