thebengalpost.net
কোজাগরী লক্ষ্মী পুজোর মণ্ডপে:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৮ অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজোতেও আর জি কর কাণ্ডের প্রতিবাদ! সেই সঙ্গে দেবীর কাছে ‘তিলোত্তমা’ বা ‘অভয়া’র জন্য বিচারও চাইলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি-র সহ-সভাপতি তথা পেশায় শিক্ষক রমাপ্রসাদ গিরি। সুসজ্জিত মণ্ডপে দেওয়া হল ‘উই ওয়ান্ট জাস্টিস’ (We Want Justice) পোস্টার। উল্লেখ্য যে, রীতি মেনে এবারও নিজের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন রমাপ্রসাদ। বুধবার (১৬ অক্টোবর) রাতে তাঁর মেদিনীপুর শহরের (খাপ্রেলবাজারের) বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, জেলা মুখপাত্র অরূপ দাস সহ জেলা ও শহর বিজেপি-র নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষজন থেকে প্রতিবেশী-পরিজনেরাও।

thebengalpost.net
কোজাগরী লক্ষ্মী পুজোর মণ্ডপে:

পুজো উপলক্ষে অতিথিদের জন্য অন্নভোগের আয়োজনও করা হয়েছিল। তবে, সেসব ছাড়িয়ে অতিথিদের নজর চলে যায় মণ্ডপের গায়ে সাঁটানো ‘উই ওয়ান্ট জাস্টিস’ পোস্টারের দিকেই! এনিয়ে রমাপ্রসাদ বলেন, “পুজো-অর্চনা তো রীতি ও শাস্ত্র মেনে হবেই। সেই সঙ্গে আর জি কর কাণ্ডের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদও চলবে। ‘তিলোত্তমা’ বা ‘অভয়া’-র খুনিদের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতেও আমরা আপামর রাজ্যবাসী ঐক্যবদ্ধ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চলছে। এনিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। তবে, আমরা আমাদের বাড়ির পুজোতে মায়ের কাছে যেমন নানা প্রার্থনা করি, ঠিক সেভাবেই মায়ের ‘কন্যা’ তিলোত্তমা বা অভয়ার জন্য ‘ন্যায়বিচার’ও চেয়েছি।” রমাপ্রসাদের এই প্রতিবাদী ভাবনা ও মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অতিথি হিসেবে উপস্থিত শুভজিৎ, অরূপরাও।