দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: ঘন কুয়াশা উপেক্ষা করেই মঙ্গলবার সাত সকালে জেলা শহর মেদিনীপুরে লম্বা লাইন! লাইনে যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধারাও। তবে কি মহাকুম্ভে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়েছে? আপাতভাবে এমনটাই মনে হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, এই লাইন আসলে ফার্মাসিস্টদের লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ এবং আপগ্রেডেশন ট্রেনিং কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে এইশিবির বা কর্মসূচি শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় ৪-৫ হাজার ফার্মাসিস্টকে (বা, ওষুধের দোকানদার) লাইসেন্স বা সার্টিফিকেট রিনিউয়াল করাতে হবে বলে জানিয়েছেন ফার্মাসিস্টরা। সকাল ১০টা থেকে শিবির শুরু হবে। তার আগেই ভোর থেকে পড়ল লম্বা লাইন।
সোমবারও কাক ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন কয়েকহাজার ফার্মাসিস্ট। আজ, মঙ্গলবারও ফের তাঁরা লাইন দিয়েছেন। গতকাল লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা জমা দিয়েছিলেন। আজ (মঙ্গলবার) নতুন লাইসেন্স বা রিনিউয়াল হয়ে যাওয়া লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা সংগ্রহ করবেন। সেই সঙ্গে গতকাল যাঁরা জমা দিতে পারেননি বা রিনিউয়ালের জন্য আবেদন করতে পারেননি, তাঁরাও আজ লাইনে দাঁড়িয়েছেন। আগামীকাল (বুধবার) তাঁদের লাইনে দাঁড়িয়ে এই রিনিউয়াল সার্টিফিকেট বা লাইসেন্স সংগ্রহ করতে হবে। ফার্মাসিস্টের দাবি অবিলম্বে এই ব্যবস্থা অনলাইনে করা হোক। এতে সকলেরই ভোগান্তি কমবে। লাইনে দাঁড়ানো ষাটোর্ধ্ব সুকুমার বেরা, ননীগোপাল মাইতি, বীরেন জানা, নিতাই মণ্ডল প্রমুখ দাবি করেন, “সেই মান্ধাতার আমলের নিয়ম। লাইন দিয়ে লাইসেন্স রিনিউয়াল করতে হবে। হাজার হাজার ফার্মাসিস্ট। আমাদের বয়স হয়েছে। এখন তো সবকিছুই অনলাইনে হচ্ছে। এই ব্যবস্থাটা অনলাইনে করা যায়না!” জানা যায়, ২০২০ সালের পর, ২০২৫ সালে দুই জেলার (পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) ফার্মাসিস্টদের এই লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ করা হচ্ছে। অন্যদিকে, আজ, মঙ্গলবারও মাধ্যমিক পরীক্ষা (ভূগোল) অনুষ্ঠিত হচ্ছে। তাই, শহরে যানজট পরিস্থিতি এড়াতে কোতোয়ালী থানার পুলিশ সকাল থেকেই তৎপর ছিল।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: "ওর বয়সী ছেলেরা যখন বিকেল হলেই মোবাইল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা (ভৌত বিজ্ঞান)।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: জেলার দুই প্রান্তে দুই দুর্ঘটনা! হঠাৎ অজ্ঞান…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: গত দু'সপ্তাহে নজিরবিহীনভাবে দাম কমল মুরগির মাংস…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: ভেজাল স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিক্যাল কলেজের 'মাতৃমা'…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মাঝপথেই না ফেরার দেশে পাড়ি…