Midnapore

Midnapore: সাত সকালেই শহর মেদিনীপুরে মহাকুম্ভে যাওয়ার লাইন? চরম ভোগান্তি বয়স্কদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: ঘন কুয়াশা উপেক্ষা করেই মঙ্গলবার সাত সকালে জেলা শহর মেদিনীপুরে লম্বা লাইন! লাইনে যুবক-যুবতী থেকে বৃদ্ধ-বৃদ্ধারাও। তবে কি মহাকুম্ভে যাওয়ার কোনও ব্যবস্থা করা হয়েছে? আপাতভাবে এমনটাই মনে হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, এই লাইন আসলে ফার্মাসিস্টদের লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ এবং আপগ্রেডেশন ট্রেনিং কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে এইশিবির বা কর্মসূচি শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত। লাইনে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার প্রায় ৪-৫ হাজার ফার্মাসিস্টকে (বা, ওষুধের দোকানদার) লাইসেন্স বা সার্টিফিকেট রিনিউয়াল করাতে হবে বলে জানিয়েছেন ফার্মাসিস্টরা। সকাল ১০টা থেকে শিবির শুরু হবে। তার আগেই ভোর থেকে পড়ল লম্বা লাইন।

সাত সকালেই মেদিনীপুর শহরে লম্বা লাইন:

বিজ্ঞাপন (Advertisement):

সোমবারও কাক ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন কয়েকহাজার ফার্মাসিস্ট। আজ, মঙ্গলবারও ফের তাঁরা লাইন দিয়েছেন। গতকাল লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা জমা দিয়েছিলেন। আজ (মঙ্গলবার) নতুন লাইসেন্স বা রিনিউয়াল হয়ে যাওয়া লাইসেন্স বা সার্টিফিকেট তাঁরা সংগ্রহ করবেন। সেই সঙ্গে গতকাল যাঁরা জমা দিতে পারেননি বা রিনিউয়ালের জন্য আবেদন করতে পারেননি, তাঁরাও আজ লাইনে দাঁড়িয়েছেন। আগামীকাল (বুধবার) তাঁদের লাইনে দাঁড়িয়ে এই রিনিউয়াল সার্টিফিকেট বা লাইসেন্স সংগ্রহ করতে হবে। ফার্মাসিস্টের দাবি অবিলম্বে এই ব্যবস্থা অনলাইনে করা হোক। এতে সকলেরই ভোগান্তি কমবে। লাইনে দাঁড়ানো ষাটোর্ধ্ব সুকুমার বেরা, ননীগোপাল মাইতি, বীরেন জানা, নিতাই মণ্ডল প্রমুখ দাবি করেন, “সেই মান্ধাতার আমলের নিয়ম। লাইন দিয়ে লাইসেন্স রিনিউয়াল করতে হবে। হাজার হাজার ফার্মাসিস্ট। আমাদের বয়স হয়েছে। এখন তো সবকিছুই অনলাইনে হচ্ছে। এই ব্যবস্থাটা অনলাইনে করা যায়না!” জানা যায়, ২০২০ সালের পর, ২০২৫ সালে দুই জেলার (পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম) ফার্মাসিস্টদের এই লাইসেন্স রিনিউয়াল বা পুনর্নবীকরণ করা হচ্ছে। অন্যদিকে, আজ, মঙ্গলবারও মাধ্যমিক পরীক্ষা (ভূগোল) অনুষ্ঠিত হচ্ছে। তাই, শহরে যানজট পরিস্থিতি এড়াতে কোতোয়ালী থানার পুলিশ সকাল থেকেই তৎপর ছিল।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

6 hours ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

14 hours ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

2 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

3 days ago

Vidyasagar University: কদর বাড়ছে কর্পোরেট চাকরির, নামমাত্র খরচে সংক্ষিপ্ত কোর্সের সূচনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ এপ্রিল: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এমবিএ (MBA) পড়ানো হয় সেই…

5 days ago

Midnapore: ‘অযোগ্যদের বরখাস্ত করতে হবে!’ মেদিনীপুরে দাবি তুললেন যোগ্যরা, স্কুলমুখো হলেননা বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকাই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ এপ্রিল: অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। আশায় বুক বেঁধেছিলেন প্রধান…

7 days ago