দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: এমনিতেই এবারের পুজোর বাজার এক্কেবারে জমেনি! আশ্বিনের শেষ লগ্নে পুজো হলেও, পুজো পুজো ভাবটাই যেন নেই। থাকবেই বা কি করে! অতিমারীর প্রকোপ ছাড়াও বছরে তিনবার বন্যা মানুষের সব স্বপ্ন-আশা শেষ করে দিয়েছে। আর, সঙ্গে বেনজির মূল্যবৃদ্ধির বিষয় তো আছেই। বেতন বাড়েনি, বরং চাকরি হারিয়েছেন বেসরকারি সংস্থার কর্মীরা। নুন আনতে পান্তা ফুরোচ্ছে কৃষক-শ্রমিক থেকে ব্যবসায়ীদের। ফল, যা হওয়ার তাই হয়েছে। সেপ্টেম্বর তো দূরের কথা, অক্টোবরের বেতন আর বোনাস পাওয়ার পরও জমাটি ভাব নেই বাজারে! এদিকে, মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গার আগমনী বার্তা ঘোষিত হয়েছে। আজ বিকেল থেকেই জেলা শহর মেদিনীপুরের পুজোর বাজারে যৎসামান্য ভিড় দেখা যাচ্ছিল। এর মধ্যেই, সন্ধ্যা থেকে শুরু হওয়া ভয়ানক বৃষ্টি তাও মাটি করে দিল! আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল আজ থেকে আগামী ৮ অক্টোবর অবধি বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুরে। ঠিক পূর্বাভাস মতোই, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হল দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়।

thebengalpost.net
ভর সন্ধ্যার বৃষ্টি মাটি করলো মেদিনীপুরের পুজোর বাজার :

thebengalpost.net
পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা :

এদিকে, রাজ্য সরকারের নিয়ম কানুনকে মান্যতা দিয়ে এবং বর্তমান কোভিড বিধিনিষেধ মেনে পূজা মন্ডপ তৈরি করছেন কিনা পুজো উদ্যোক্তারা, তা দেখতে মেদিনীপুর শহরের দুর্গাপূজা মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বুধবার দুপুর নাগাদ কোতোয়ালি থানা, দমকল বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা সরজমিনে পুজো মণ্ডপগুলি খতিয়ে দেখেন। পাশাপাশি, কোভিড বিধি-নিষেধ মেনে চলার ক্ষেত্রে পুজো উদ্যোক্তাদের আবেদন জানান সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। যাতে সাধারণ মানুষ পুজোর সময় অসুবিধার সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রেখে পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানানো হয় পুজো উদ্যোক্তাদের। এদিন মেদিনীপুর শহরের রাঙ্গামাটি, বিধান নগর, রবীন্দ্রনগর, কেরানিতলা বার্জটাউন সহ শহরের বেশ কয়েকটি বড় বড় পূজা মন্ডপ ঘুরে দেখেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।

thebengalpost.net
শহরের পুজো মণ্ডপে জেলা পুলিশের আধিকারিকরা :