দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১১ মার্চ: “জুন মালিয়াকে আমার শুভেচ্ছা থাকল। তবে, সুন্দর মুখ দেখে মানুষ আর ভোট দেবে বলে মনে হয় না। কারণ, তাঁদের অভিজ্ঞতা ভালো নয়! আমরা কাঁসাই নদীর উপর দ্বিতীয় ব্রিজ (বীরেন্দ্র সেতু বা মোহনপুর ব্রিজের সমান্তরাল সেতু) গড়তে চলেছি। সিক্স লেন, ফোর লেন হাইওয়ে হয়েছে। বেলদায় রানওয়ে হয়েছে। কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটিকেও আমরা জাতীয় বিমানবন্দর হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। খড়্গপুরে একাধিক উড়ালপুল, রেলওয়ে ফুট ওভারব্রিজ সহ নানা কাজ হয়েছে। পুরো শহরকেই আমূল বদলে ফেলার প্রক্রিয়াও আমরা শুরু করেছি। আমার মনে হয় মানুষ এইসব দেখেই ভোট দেবে!” রবিবার মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হিসেবে জুন মালিয়ার নাম ঘোষণা হওয়ার পরই, সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই প্রতিক্রিয়াই দিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যদিও, এখনও তিনি ‘নিশ্চিত’ নন, মেদিনীপুর লোকসভা আসনে এবারও তাঁর উপরেই দল (বিজেপি) ভরসা রাখতে চলেছে কিনা! বিভিন্ন মহল থেকে মেদিনীপুর লোকসভা আসনে প্রাক্তন IPS ভারতী ঘোষের নাম বিজেপি প্রার্থী হিসেবে ভাসিয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-কে নাকি এবার দমদম লোকসভা আসনের প্রার্থী করা হবে বলেও দাবি ওই সমস্ত রাজনৈতিক মহলের। যদিও, মেদিনীপুর আসনেই ‘অনড়’ দিলীপ। চেনা তালুকে জুন-কে কঠিন লড়াই দিতে প্রস্তুত তিনি। ক্যামেরার সামনে যদিও দিলীপ জানাচ্ছেন, “জানিনা দল কাকে প্রার্থী করবে। তবে, গত ৫ বছরে যেভাবে এখানে কাজ হয়েছে, মেদিনীপুর লোকসভা আসনে বিজেপি-ই জিতবে।” বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা দু’এক দিনের মধ্যেই এসে যাবে বলেও জানিয়েছেন দিলীপ।

thebengalpost.net
ব্রিগেডে দিদির সঙ্গে জুন মালিয়া, রচনা ব্যানার্জিরা:

অন্যদিকে, মেদিনীপুরে বিজেপি-র প্রার্থী দিলীপ ঘোষ হোন বা অন্য কেউ; তিনি যে “চ্যালেঞ্জ দিতে প্রস্তুত”, তা রবিবার কলকাতা থেকেই জানিয়ে দিয়েছেন মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। আজ, সোমবারই তিনি পশ্চিম মেদিনীপুরে পৌঁছবেন। প্রথমে তাঁর নারায়ণগড়ে (বেলদায়) যাওয়ার কথা! দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৬ মার্চের সভাকে সামনে রেখে অনুষ্ঠিত হতে চলা বিশেষ বৈঠকে যোগ দিতে পারেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তারপর মেদিনীপুর শহরের ফেডারেশন হলে পৌঁছনোর কথা তাঁর। সেখান থেকে শহরের বিভিন্ন মন্দির, মসজিদ ও গির্জায় প্রণাম জানিয়ে প্রচার-ময়দানে নামার কথা জুনের। জুন জানিয়েছেন, “বিজেপি-র প্রার্থী দিলীপ দা হোন বা অন্য কেউ; আমরা দিদির আদর্শ আর উন্নয়নকে সঙ্গে নিয়ে লড়ে নেব!” কিন্তু দলের গোষ্ঠী-কোন্দল? জুন জানিয়েছেন, “কোনো কোন্দল নেই। ওটা মিডিয়ার অপপ্রচার! দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জেতানোর জন্য সবাই এক হয়ে লড়াই করবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতিকে সামনে রেখে বেলদায় আছেন দলের জেলা সভাপতি সুজয় হাজরাও। জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠকে জুনের সঙ্গে জেলা সভাপতি সুজয়ের সাক্ষাৎ হওয়ার কথাও রয়েছে। ইতিমধ্যে তাঁদের ‘শীতল’ সম্পর্ক ‘উষ্ণ’ করার বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠী-কোন্দলে জর্জরিত নারায়ণগড় ব্লক থেকেই কি তবে দলের লোকসভার প্রার্থী আর জেলা সভাপতির সম্পর্কে ‘উষ্ণতা’ ফিরতে চলেছে? কিছুটা জুনের সুরে সুজয়-ও জানিয়েছেন, “আগেও বলেছি, এখনও বলছি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। হয়তো কিছু মত-পার্থক্য ছিল, সেটাই দিদি বলতে চেয়েছিলেন। তবে সেসব এখন অতীত। এই মুহূর্তে মেদিনীপুর লোকসভা আসনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানোই একমাত্র লক্ষ্য! মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে যাতে এই আসনটি আমরা উপহার দিতে পারি, সেজন্য আজ থেকেই জেলা জুড়ে আমরা দলের সর্বস্তরের কর্মীরা মাঠে নেমে পড়ছি।”

thebengalpost.net
খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ: